ঢাবি উপাচার্যের সঙ্গে ডেনমার্কের অধ্যাপকের সাক্ষাৎ

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ বিভাগের অধ্যাপক ড. পিটার জেনসেন গতকাল ১৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত পাবলিক হেল্থ বিভাগের উন্নয়নে ডেনমার্কের অধ্যাপকের সহযোগিতা চান। ডেনমার্কের অধ্যাপক এ ক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় অতিথিকে ধন্যবাদ জানান।

এমবিএইচ/এসএস

ঢাবি উপাচার্যের সঙ্গে ডেনমার্কের অধ্যাপকের সাক্ষাৎ

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ বিভাগের অধ্যাপক ড. পিটার জেনসেন গতকাল ১৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত পাবলিক হেল্থ বিভাগের উন্নয়নে ডেনমার্কের অধ্যাপকের সহযোগিতা চান। ডেনমার্কের অধ্যাপক এ ক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় অতিথিকে ধন্যবাদ জানান।

এমবিএইচ/এসএস