ঢাবি ফজলুল হক হল ‘বাঁধন’র নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা প্রদান

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল ইউনিট’-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল ১০ মার্চ শুক্রবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফজলুল হক মুসলিম হল বাঁধন ইউনিটের সভাপতি মো. সাইফুল ইসলাম শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুম, সংগঠনের উপদেষ্টা ড. আলমগীর কবীর, সাবেক সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন এবং বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. নাহিদুজ্জামান বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সহশিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁধন কর্মীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবতাবাদী কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার জন্য উপাচার্য বাঁধন কর্মীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বাঁধন, ফজলুল হক মুসলিম হল ইউনিটের নবীন সদস্যদের বরণ, সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদানের পাশাপাশি শ্রেষ্ঠ বাঁধন কর্মীদের পুরস্কৃত করা হয়। বিগত তিন বছরে হলের শ্রেষ্ঠ বাঁধন কর্মী হিসেবে পুরস্কৃত হয়েছেন মো. নাসিম ইসলাম, মোহাম্মদ শাহনেওয়াজ এবং নূর মোহাম্মদ সালেহ।

এমবিএইচ/এসএস

ঢাবি ফজলুল হক হল ‘বাঁধন’র নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা প্রদান

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল ইউনিট’-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল ১০ মার্চ শুক্রবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফজলুল হক মুসলিম হল বাঁধন ইউনিটের সভাপতি মো. সাইফুল ইসলাম শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুম, সংগঠনের উপদেষ্টা ড. আলমগীর কবীর, সাবেক সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন এবং বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. নাহিদুজ্জামান বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সহশিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁধন কর্মীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবতাবাদী কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার জন্য উপাচার্য বাঁধন কর্মীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বাঁধন, ফজলুল হক মুসলিম হল ইউনিটের নবীন সদস্যদের বরণ, সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদানের পাশাপাশি শ্রেষ্ঠ বাঁধন কর্মীদের পুরস্কৃত করা হয়। বিগত তিন বছরে হলের শ্রেষ্ঠ বাঁধন কর্মী হিসেবে পুরস্কৃত হয়েছেন মো. নাসিম ইসলাম, মোহাম্মদ শাহনেওয়াজ এবং নূর মোহাম্মদ সালেহ।

এমবিএইচ/এসএস