ঢাবি সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

উদ্বোধন করা হচ্ছে।

ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৪ মার্চ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোসিওলজি এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভারপ্রাপ্ত মহাসচিব ড. ফেরদৌস জামান প্রমুখ বক্তব্য রাখেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহবান জানান। মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনন্য অবদান তুলে ধরে তিনি বলেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজেও এই বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহবান জানিয়ে বলেন, আর্থিক সংকটের কারণে কোন শিক্ষার্থীর পড়াশোনা যাতে ব্যাহত না হয়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। বিশেষায়িত গবেষণায় অর্থায়ন করার জন্যও তিনি এলামনাইদের প্রতি আহবান জানান।

এমবিএইচ/এসএস

ঢাবি সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

উদ্বোধন করা হচ্ছে।

ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৪ মার্চ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোসিওলজি এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভারপ্রাপ্ত মহাসচিব ড. ফেরদৌস জামান প্রমুখ বক্তব্য রাখেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহবান জানান। মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনন্য অবদান তুলে ধরে তিনি বলেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজেও এই বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহবান জানিয়ে বলেন, আর্থিক সংকটের কারণে কোন শিক্ষার্থীর পড়াশোনা যাতে ব্যাহত না হয়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। বিশেষায়িত গবেষণায় অর্থায়ন করার জন্যও তিনি এলামনাইদের প্রতি আহবান জানান।

এমবিএইচ/এসএস