তদন্তকে কেন্দ্র করে শিক্ষকদের দুই গ্রুপে হাতাহাতি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের বিরুদ্ধে তদন্তকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়েছেন শিক্ষকরা। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দেওয়া লিখিত অভিযোগে ১০২ জন শিক্ষক স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার সকালে সিলেট জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমেদ অভিযোগ তদন্তের জন্য আজমিরীগঞ্জ ইউএনওর কার্যালয়ে আসেন। এ সময় আগের নির্দেশনা অনুযায়ী অভিযোগকারী শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া অভিযোগবিরোধী শিক্ষকরাও সেখানে অবস্থান নেন।

ঘটনা চলাকালের একটি ভিডিওতে দেখা গেছে, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় অবস্থানরত শিক্ষকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

 

তদন্তকে কেন্দ্র করে শিক্ষকদের দুই গ্রুপে হাতাহাতি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের বিরুদ্ধে তদন্তকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়েছেন শিক্ষকরা। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দেওয়া লিখিত অভিযোগে ১০২ জন শিক্ষক স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার সকালে সিলেট জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমেদ অভিযোগ তদন্তের জন্য আজমিরীগঞ্জ ইউএনওর কার্যালয়ে আসেন। এ সময় আগের নির্দেশনা অনুযায়ী অভিযোগকারী শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া অভিযোগবিরোধী শিক্ষকরাও সেখানে অবস্থান নেন।

ঘটনা চলাকালের একটি ভিডিওতে দেখা গেছে, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় অবস্থানরত শিক্ষকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।