প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

নবমবর্ষে পদার্পণ করল পাবিপ্রবি’র সমাজকর্ম বিভাগ 

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
আনন্দ র‌্যালিতে উপস্থিত আছেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং শিক্ষক-শিক্ষার্থীরা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৩০ জুলাই উদযাপন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন-এর নেতৃত্বে সকাল ১০টায় এ উপলক্ষে আনন্দ র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভাগের চেয়ারম্যান মোসা. খাদিজাতুল কোবরা, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো বাবুল হোসেন-এর পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র‌্যালি শেষে প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন।

২০১৫ সালের ২৯ জুলাই সমাজকর্ম বিভাগটি প্রতিষ্ঠিত হয়। সেক্ষেত্রে বিভাগটি অষ্টমবর্ষ পেরিয়ে নবমবর্ষে পদার্পণ করল।

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনকে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে।

এদিকে গত শুক্রবার (২৮ জুলাই) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলা ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান। আরও উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. হযরত আলী, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. জয়নুল আবেদিন ও পাবিপ্রবি’র প্রক্টর ড. মো. কামাল হোসেন।

ইবিহো/এসএস

প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

নবমবর্ষে পদার্পণ করল পাবিপ্রবি’র সমাজকর্ম বিভাগ 

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
আনন্দ র‌্যালিতে উপস্থিত আছেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং শিক্ষক-শিক্ষার্থীরা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৩০ জুলাই উদযাপন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন-এর নেতৃত্বে সকাল ১০টায় এ উপলক্ষে আনন্দ র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভাগের চেয়ারম্যান মোসা. খাদিজাতুল কোবরা, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো বাবুল হোসেন-এর পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র‌্যালি শেষে প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন।

২০১৫ সালের ২৯ জুলাই সমাজকর্ম বিভাগটি প্রতিষ্ঠিত হয়। সেক্ষেত্রে বিভাগটি অষ্টমবর্ষ পেরিয়ে নবমবর্ষে পদার্পণ করল।

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনকে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে।

এদিকে গত শুক্রবার (২৮ জুলাই) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলা ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান। আরও উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. হযরত আলী, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. জয়নুল আবেদিন ও পাবিপ্রবি’র প্রক্টর ড. মো. কামাল হোসেন।

ইবিহো/এসএস