নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং
মুহাম্মদ আরিফুর রহমান

দ্বিতীয় অধ্যায় : অর্থায়নের উৎস
বহুনির্বাচনী প্রশ্ন
১. ‘ইউনিয়ন’ নামক একটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে শেয়ার বিক্রয়ের মাধ্যমে ১০ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। ‘ইউনিয়ন’ নামক প্রতিষ্ঠানটি কোন ধরনের?
ক. এক মালিকানা ব্যবসায়
খ. অংশীদারি ব্যবসায়
গ. কোম্পানি সংগঠন
ঘ. যৌথ উদ্যোগের ব্যবসায়
২. উৎপাদনে ব্যবহার করা হয়
i. ভূমি ii. শ্রম
iii. মূলধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. লিজিং পদ্ধতির সঙ্গে নিচের কোনটি জড়িত?
ক. সুদ খ. ভাড়া
গ. কর ঘ. মুনাফা
৪. মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে কোনটি ন্যূনতম হওয়া অত্যাবশ্যক?
ক. তহবিল বণ্টন ব্যয় খ. সম্পদ ব্যয়
গ. প্রাথমিক খরচ ঘ. তহবিল উৎসের খরচ
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ডিডি কোম্পানি লিমিটেড প্রধানত শেয়ার ও ঋণপত্র বিক্রয় তাদের তহবিল সংগ্রহ করেন। প্রথমত, কোম্পানিটি প্রতি বছর ব্যবসায়ে অর্জিত মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের বণ্টন না ব্যবসায়ে পুনর্বিনিয়োগ করেন। দ্বিতীয়ত, কোম্পানিটি তাদের অনাকাক্সিক্ষত ঝুঁকি হ্রাসের পাশাপাশি বাজারে সুনাম ধরে রাখতে চায়।
৫. উদ্দীপকে প্রথম কার্যক্রমকে কী বলা যেতে পারে?
ক. সাধারণ সঞ্চিতি খ. মূলধন সঞ্চিতি
গ. অবণ্টিত মুনাফা ঘ. কুঋণ সঞ্চিতি
৬. উদ্দীপকের দ্বিতীয় কার্যক্রমের জন্য করণীয় হলো
i. সঞ্চিতি তহবিল তৈরি
ii. লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি
iii. পণ্যের মূল্যহ্রাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. কোন সম্পত্তি লিজ প্রদান করা হলে তার মালিক কে থাকে?
ক. লিজিং কোম্পানি খ. লিজগ্রহীতা
গ. লিজের মধ্যস্থতাকারী ঘ. লিজ অনুমোদনকারী
৮. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কোনাটি?
ক. শেয়ার বিক্রয় খ. ঋণপত্র বিক্রয়
গ. বন্ড বিক্রয় ঘ. ডিবেঞ্চার বিক্রয়
৯. নিয়ামত হোসেন একটি ছোট বেকারির ব্যবসায় শুরু করেছেন। বেকারির পণ্য উৎপাদনের জন্য তার একটি মেশিন ক্রয় করা প্রয়োজন। কিন্তু এর জন্য তার নিজস্ব সঞ্চয় একেবারেই সীমিত। নিয়ামত হোসেনের জন্য যুক্তিযুক্ত হবে
ক. দীর্ঘমেয়াদি ঋণ নেওয়া
খ. শেয়ার ইস্যু করা
গ. মেশিনটি ভাড়া নেওয়া
ঘ. স্থায়ী সম্পত্তি বিক্রি করা
১০. কোনটি বিক্রয়ে প্রতিষ্ঠানের ‘সুনাম’ জামানত হিসেবে কাজ করে?
ক. বন্ড খ. বাণিজ্যিকপত্র
গ. শেয়ার ঘ. ডিবেঞ্চার
১১. স্বল্প মেয়াদ বলতে কী বোঝায়?
ক. ছয় মাসের কম সময় খ. এক বছরের কম সময়
গ. দুই বছরের কম সময় ঘ. পাঁচ বছরের কম সময়
১২. ভবিষ্যৎ প্রয়োজনে অবণ্টিত মুনাফা কোনো তহবিলে ভিন্ন করে রাখলে তাকে কী বলে?
ক. দুর্যোগ তহবিল
খ. নগদ তহবিল
গ. সঞ্চিতি তহবিল
ঘ. ঝুঁকি প্রতিরোধ তহবিল
১৩. কোন ঋণ ক্ষুদ্র ও কুটিরশিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়?
ক. ক্ষুদ্রঋণ খ. মাঝারি ঋণ
গ. বৃহৎঋণ ঘ. দীর্ঘমেয়াদি ঋণ
১৪. প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিলের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৮ খ. ৬
গ. ৪ ঘ. ২
উত্তর
১. গ, ২. ঘ, ৩. খ, ৪. ঘ, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. গ, ১০. খ ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ

নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং
মুহাম্মদ আরিফুর রহমান

দ্বিতীয় অধ্যায় : অর্থায়নের উৎস
বহুনির্বাচনী প্রশ্ন
১. ‘ইউনিয়ন’ নামক একটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে শেয়ার বিক্রয়ের মাধ্যমে ১০ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। ‘ইউনিয়ন’ নামক প্রতিষ্ঠানটি কোন ধরনের?
ক. এক মালিকানা ব্যবসায়
খ. অংশীদারি ব্যবসায়
গ. কোম্পানি সংগঠন
ঘ. যৌথ উদ্যোগের ব্যবসায়
২. উৎপাদনে ব্যবহার করা হয়
i. ভূমি ii. শ্রম
iii. মূলধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. লিজিং পদ্ধতির সঙ্গে নিচের কোনটি জড়িত?
ক. সুদ খ. ভাড়া
গ. কর ঘ. মুনাফা
৪. মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে কোনটি ন্যূনতম হওয়া অত্যাবশ্যক?
ক. তহবিল বণ্টন ব্যয় খ. সম্পদ ব্যয়
গ. প্রাথমিক খরচ ঘ. তহবিল উৎসের খরচ
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ডিডি কোম্পানি লিমিটেড প্রধানত শেয়ার ও ঋণপত্র বিক্রয় তাদের তহবিল সংগ্রহ করেন। প্রথমত, কোম্পানিটি প্রতি বছর ব্যবসায়ে অর্জিত মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের বণ্টন না ব্যবসায়ে পুনর্বিনিয়োগ করেন। দ্বিতীয়ত, কোম্পানিটি তাদের অনাকাক্সিক্ষত ঝুঁকি হ্রাসের পাশাপাশি বাজারে সুনাম ধরে রাখতে চায়।
৫. উদ্দীপকে প্রথম কার্যক্রমকে কী বলা যেতে পারে?
ক. সাধারণ সঞ্চিতি খ. মূলধন সঞ্চিতি
গ. অবণ্টিত মুনাফা ঘ. কুঋণ সঞ্চিতি
৬. উদ্দীপকের দ্বিতীয় কার্যক্রমের জন্য করণীয় হলো
i. সঞ্চিতি তহবিল তৈরি
ii. লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি
iii. পণ্যের মূল্যহ্রাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. কোন সম্পত্তি লিজ প্রদান করা হলে তার মালিক কে থাকে?
ক. লিজিং কোম্পানি খ. লিজগ্রহীতা
গ. লিজের মধ্যস্থতাকারী ঘ. লিজ অনুমোদনকারী
৮. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কোনাটি?
ক. শেয়ার বিক্রয় খ. ঋণপত্র বিক্রয়
গ. বন্ড বিক্রয় ঘ. ডিবেঞ্চার বিক্রয়
৯. নিয়ামত হোসেন একটি ছোট বেকারির ব্যবসায় শুরু করেছেন। বেকারির পণ্য উৎপাদনের জন্য তার একটি মেশিন ক্রয় করা প্রয়োজন। কিন্তু এর জন্য তার নিজস্ব সঞ্চয় একেবারেই সীমিত। নিয়ামত হোসেনের জন্য যুক্তিযুক্ত হবে
ক. দীর্ঘমেয়াদি ঋণ নেওয়া
খ. শেয়ার ইস্যু করা
গ. মেশিনটি ভাড়া নেওয়া
ঘ. স্থায়ী সম্পত্তি বিক্রি করা
১০. কোনটি বিক্রয়ে প্রতিষ্ঠানের ‘সুনাম’ জামানত হিসেবে কাজ করে?
ক. বন্ড খ. বাণিজ্যিকপত্র
গ. শেয়ার ঘ. ডিবেঞ্চার
১১. স্বল্প মেয়াদ বলতে কী বোঝায়?
ক. ছয় মাসের কম সময় খ. এক বছরের কম সময়
গ. দুই বছরের কম সময় ঘ. পাঁচ বছরের কম সময়
১২. ভবিষ্যৎ প্রয়োজনে অবণ্টিত মুনাফা কোনো তহবিলে ভিন্ন করে রাখলে তাকে কী বলে?
ক. দুর্যোগ তহবিল
খ. নগদ তহবিল
গ. সঞ্চিতি তহবিল
ঘ. ঝুঁকি প্রতিরোধ তহবিল
১৩. কোন ঋণ ক্ষুদ্র ও কুটিরশিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়?
ক. ক্ষুদ্রঋণ খ. মাঝারি ঋণ
গ. বৃহৎঋণ ঘ. দীর্ঘমেয়াদি ঋণ
১৪. প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিলের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৮ খ. ৬
গ. ৪ ঘ. ২
উত্তর
১. গ, ২. ঘ, ৩. খ, ৪. ঘ, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. গ, ১০. খ ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ