নবম-দশম শ্রেণি : বাংলা প্রথম পত্র

নূরে আলম সিদ্দিকী শান্ত
প্রবন্ধ : বই পড়া
প্রাবন্ধিক : প্রমথ চৌধুরী
বহুনির্বাচনী প্রশ্ন
১. নিচের কোনটি প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ নয়?
ক. চার-ইয়ারি কথা খ. নীললোহিত
গ. পদচরণ ঘ. শাশ্বত বঙ্গ
২. কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রমথ চৌধুরী ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি লাভ করেছেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. আলীগড় বিশ্ববিদ্যালয়
ঘ. নালন্দা বিশ্ববিদ্যালয়
৩. প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেছেন?
ক. যশোর খ. খুলনা
গ. বরিশাল ঘ. বীরভূম
৪. বই পড়া প্রবন্ধের মূল বক্তব্য কী?
ক. লাইব্রেরি স্থাপনের প্রতি গুরুত্বারোপ
খ. সাহিত্যচর্চার প্রতি জাতির গুরুত্বারোপ
গ. বেশি বেশি বই পড়ার আহ্বান
ঘ. বিশ্ববিদ্যালয়ে পাঠচর্চার আহ্বান
৫. ‘যারা পাস করতে পারেনি তারাই দেশকে রক্ষা করেছে’ কথাটি কোন দেশ সম্পর্কে বলা হয়েছে?
ক. বাংলাদেশ খ. ফ্রান্স
গ. জার্মানি ঘ. রাশিয়া
৬. যে জাতি যত নিরানন্দ সে জাতি তত
ক. অবহেলিত খ. অশিক্ষিত
গ. নির্জীব ঘ. দুর্বল
৭. আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় মনের হাসপাতাল কোনটি?
ক. স্কুল খ. লাইব্রেরি
গ. কলেজ ঘ. বিশ্ববিদ্যালয়
৮. কীসের স্পর্শে মানুষের মনপ্রাণ সজীব হয়?
ক. আনন্দ খ. খেলাধুলা
গ. ভ্রমণ ঘ. সংগীত
৯. আমাদের দেশের শিক্ষা পদ্ধতি কেমন?
ক. অবাস্তব খ. অবৈজ্ঞানিক
গ. আধুনিক ঘ. উল্টো
১০. সুশিক্ষিত লোক মাত্রই
ক. বিদ্বান খ. প-িত
গ. জ্ঞানী ঘ. স্বশিক্ষিত
১১. সাহিত্যরসে অবগাহন করে আমরা কী হব?
ক. উদ্বাহু খ. সুখী
গ. আনন্দিত ঘ. পাপমুক্ত
১২. কোথায় পুরো মনের সন্ধান পাওয়া যায়?
ক. ধর্মে
খ. বিজ্ঞানে
গ. শিল্পে ঘ. সাহিত্যে
১৩. প্রমথ চৌধুরী দর্শন বিজ্ঞানকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
ক. আত্মার সঙ্গে
খ. জ্ঞানের সঙ্গে
গ. বিশেষ চিন্তার সঙ্গে ঘ. মন গঙ্গার তোলা জলের সঙ্গে
১৪. প্রমথ চৌধুরীর মতে আমাদের শিক্ষিত সমাজ কেমন?
ক. অর্থলোলুপ খ. আনন্দিত
গ. নির্জীব ঘ. স্বার্থপর
১৫. কে মনোরাজ্যের ঐশ্বর্যের স্থান দিতে পারে না?
ক. বিদ্যাদাতা খ. শিক্ষক গ. গুরু ঘ. জ্ঞানী ব্যক্তি
উত্তর:
১. খ, ২. খ, ৩. ক, ৪. খ, ৫. খ, ৬. গ, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. খ

নবম-দশম শ্রেণি : বাংলা প্রথম পত্র

নূরে আলম সিদ্দিকী শান্ত
প্রবন্ধ : বই পড়া
প্রাবন্ধিক : প্রমথ চৌধুরী
বহুনির্বাচনী প্রশ্ন
১. নিচের কোনটি প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ নয়?
ক. চার-ইয়ারি কথা খ. নীললোহিত
গ. পদচরণ ঘ. শাশ্বত বঙ্গ
২. কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রমথ চৌধুরী ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি লাভ করেছেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. আলীগড় বিশ্ববিদ্যালয়
ঘ. নালন্দা বিশ্ববিদ্যালয়
৩. প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেছেন?
ক. যশোর খ. খুলনা
গ. বরিশাল ঘ. বীরভূম
৪. বই পড়া প্রবন্ধের মূল বক্তব্য কী?
ক. লাইব্রেরি স্থাপনের প্রতি গুরুত্বারোপ
খ. সাহিত্যচর্চার প্রতি জাতির গুরুত্বারোপ
গ. বেশি বেশি বই পড়ার আহ্বান
ঘ. বিশ্ববিদ্যালয়ে পাঠচর্চার আহ্বান
৫. ‘যারা পাস করতে পারেনি তারাই দেশকে রক্ষা করেছে’ কথাটি কোন দেশ সম্পর্কে বলা হয়েছে?
ক. বাংলাদেশ খ. ফ্রান্স
গ. জার্মানি ঘ. রাশিয়া
৬. যে জাতি যত নিরানন্দ সে জাতি তত
ক. অবহেলিত খ. অশিক্ষিত
গ. নির্জীব ঘ. দুর্বল
৭. আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় মনের হাসপাতাল কোনটি?
ক. স্কুল খ. লাইব্রেরি
গ. কলেজ ঘ. বিশ্ববিদ্যালয়
৮. কীসের স্পর্শে মানুষের মনপ্রাণ সজীব হয়?
ক. আনন্দ খ. খেলাধুলা
গ. ভ্রমণ ঘ. সংগীত
৯. আমাদের দেশের শিক্ষা পদ্ধতি কেমন?
ক. অবাস্তব খ. অবৈজ্ঞানিক
গ. আধুনিক ঘ. উল্টো
১০. সুশিক্ষিত লোক মাত্রই
ক. বিদ্বান খ. প-িত
গ. জ্ঞানী ঘ. স্বশিক্ষিত
১১. সাহিত্যরসে অবগাহন করে আমরা কী হব?
ক. উদ্বাহু খ. সুখী
গ. আনন্দিত ঘ. পাপমুক্ত
১২. কোথায় পুরো মনের সন্ধান পাওয়া যায়?
ক. ধর্মে
খ. বিজ্ঞানে
গ. শিল্পে ঘ. সাহিত্যে
১৩. প্রমথ চৌধুরী দর্শন বিজ্ঞানকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
ক. আত্মার সঙ্গে
খ. জ্ঞানের সঙ্গে
গ. বিশেষ চিন্তার সঙ্গে ঘ. মন গঙ্গার তোলা জলের সঙ্গে
১৪. প্রমথ চৌধুরীর মতে আমাদের শিক্ষিত সমাজ কেমন?
ক. অর্থলোলুপ খ. আনন্দিত
গ. নির্জীব ঘ. স্বার্থপর
১৫. কে মনোরাজ্যের ঐশ্বর্যের স্থান দিতে পারে না?
ক. বিদ্যাদাতা খ. শিক্ষক গ. গুরু ঘ. জ্ঞানী ব্যক্তি
উত্তর:
১. খ, ২. খ, ৩. ক, ৪. খ, ৫. খ, ৬. গ, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. খ