নবীনদের বরণ করে নিলো বরিশাল বিশ্ববিদ্যালয়

মেহরাব হোসেন

নবীনদের ফুল দিয়ে বরণ করা হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের আনন্দ উৎসবমুখর পরিবেশে বরণ করে নিলো। আজ ১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে নবীনদের বরণে ছিল ব্যাপক আয়োজন। ফুলের তোড়া ও মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। স্বপ্ন পূরণের সারথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে বেশ উচ্ছ্বাসিত তারা।

নবীন শিক্ষার্থীকে ফুর দিয়ে বরণ করা হচ্ছে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীন শিক্ষার্থীরা সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করে। অনেক নবীনের সঙ্গে তাদের অভিভাবকদেরও দেখা গেছে। পাশাপাশি ক্যাম্পাসের শিক্ষার্থীরাও এসেছেন সাজগোজ করে নানা আয়োজনে নবীনদের বরণ করে নিতে। প্রবীণ ছাত্রীদের কেউ কেউ শাড়ি পরে ও ছেলেরা এসেছেন পাঞ্জাবি অথবা শার্ট-কোর্ট-টাই পরে। প্রত্যেক বিভাগে পৃথক পৃথকভাবে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।

শিক্ষকরা নবীনদের রজনীগন্ধা ও গোলাপ ফুল উপহার দেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। এ সময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য নবীনদের প্রতি আহবান জানান। প্রবীণরাও নবীনদের সঙ্গে পরিচিত হন এবং বিতরণ করেন রজনীগন্ধা ও লাল গোলাপ।

এমবিএইচ/এসএস

নবীনদের বরণ করে নিলো বরিশাল বিশ্ববিদ্যালয়

মেহরাব হোসেন

নবীনদের ফুল দিয়ে বরণ করা হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের আনন্দ উৎসবমুখর পরিবেশে বরণ করে নিলো। আজ ১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে নবীনদের বরণে ছিল ব্যাপক আয়োজন। ফুলের তোড়া ও মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। স্বপ্ন পূরণের সারথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে বেশ উচ্ছ্বাসিত তারা।

নবীন শিক্ষার্থীকে ফুর দিয়ে বরণ করা হচ্ছে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীন শিক্ষার্থীরা সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করে। অনেক নবীনের সঙ্গে তাদের অভিভাবকদেরও দেখা গেছে। পাশাপাশি ক্যাম্পাসের শিক্ষার্থীরাও এসেছেন সাজগোজ করে নানা আয়োজনে নবীনদের বরণ করে নিতে। প্রবীণ ছাত্রীদের কেউ কেউ শাড়ি পরে ও ছেলেরা এসেছেন পাঞ্জাবি অথবা শার্ট-কোর্ট-টাই পরে। প্রত্যেক বিভাগে পৃথক পৃথকভাবে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।

শিক্ষকরা নবীনদের রজনীগন্ধা ও গোলাপ ফুল উপহার দেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। এ সময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য নবীনদের প্রতি আহবান জানান। প্রবীণরাও নবীনদের সঙ্গে পরিচিত হন এবং বিতরণ করেন রজনীগন্ধা ও লাল গোলাপ।

এমবিএইচ/এসএস