নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ১১ দফা প্রস্তাব ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ১১ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ, মিছিল, গাড়ি নিয়ন্ত্রণ অভিযান এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকাল ১১টা থেকে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করেন।

এ সময় দাবিগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের যানবাহনের গতিসীমা নির্ধারণ ও নিয়ন্ত্রণ, রুবিনা আক্তার হত্যাকাণ্ডের বিচার, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধু নিবন্ধিত রিকশা চলাচল, ভ্রাম্যমাণ দোকানের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণসহ মোট  ১১ দফা দাবি উল্লেখ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আল মেহরাজ শাহরিয়ার মিথুন বলেন, ‘উপাচার্য মহোদয় আমাদের কথা শুনেছেন। দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে তিনি সময় চেয়ছেন। আশা করি, আমাদের দাবিগুলো আশার আলো দেখবে। ’

উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের চিন্তা ভালো। তাদের চিন্তা সৎ, আমি তাদের দাবিগুলো আমলে নিয়েছি। দাবিগুলো পূরণ করার জন্য সময় চেয়েছি। ’

দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আন্দোলনকারীরা বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ অভিযান করেন। এ সময় তাঁরা অ্যাম্বুল্যান্স ও বিশ্ববিদ্যালয় বাস এবং শিক্ষকদের গাড়ি ছাড়া প্রায় সব ধরনের যানবাহনকে টিএসসি এলাকা থেকে সরিয়ে দেন।

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ১১ দফা প্রস্তাব ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ১১ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ, মিছিল, গাড়ি নিয়ন্ত্রণ অভিযান এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকাল ১১টা থেকে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করেন।

এ সময় দাবিগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের যানবাহনের গতিসীমা নির্ধারণ ও নিয়ন্ত্রণ, রুবিনা আক্তার হত্যাকাণ্ডের বিচার, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধু নিবন্ধিত রিকশা চলাচল, ভ্রাম্যমাণ দোকানের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণসহ মোট  ১১ দফা দাবি উল্লেখ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আল মেহরাজ শাহরিয়ার মিথুন বলেন, ‘উপাচার্য মহোদয় আমাদের কথা শুনেছেন। দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে তিনি সময় চেয়ছেন। আশা করি, আমাদের দাবিগুলো আশার আলো দেখবে। ’

উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের চিন্তা ভালো। তাদের চিন্তা সৎ, আমি তাদের দাবিগুলো আমলে নিয়েছি। দাবিগুলো পূরণ করার জন্য সময় চেয়েছি। ’

দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আন্দোলনকারীরা বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ অভিযান করেন। এ সময় তাঁরা অ্যাম্বুল্যান্স ও বিশ্ববিদ্যালয় বাস এবং শিক্ষকদের গাড়ি ছাড়া প্রায় সব ধরনের যানবাহনকে টিএসসি এলাকা থেকে সরিয়ে দেন।