নোবিপ্রবিতে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

সুমন খান
কর্মশালায় প্রশিক্ষণার্থী।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের জন্য ‘ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ আউটকাম বেজড এডুকেশন কারিকুলাম’ শিরোনামে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার শুরু হয়েছে। নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)’র আয়োজনে ৯ জানুয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার সার্বিক পরিচালনায় রয়েছেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার, সিএসটিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুন নবী ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আরিফুর রহমান।

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

প্রথম দিনের প্রশিক্ষণে বাংলা, ইংরেজি, অর্থনীতি, শিক্ষা প্রশাসন, আইন, ব্যবসায় প্রশাসন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, এ ধরনের প্রশিক্ষণ দক্ষ জনবল তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। দক্ষতা ও পেশাগত উৎকর্ষতার মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সবাইকে কাজ করতে হবে, তখনই অর্জনগুলো দৃশ্যমান হবে। আমি এই প্রশিক্ষণ ও কর্মশালার সফলতা কামনা করছি।

এমবিএইচ/এসএস

নোবিপ্রবিতে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

সুমন খান
কর্মশালায় প্রশিক্ষণার্থী।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের জন্য ‘ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ আউটকাম বেজড এডুকেশন কারিকুলাম’ শিরোনামে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার শুরু হয়েছে। নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)’র আয়োজনে ৯ জানুয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার সার্বিক পরিচালনায় রয়েছেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার, সিএসটিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুন নবী ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আরিফুর রহমান।

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

প্রথম দিনের প্রশিক্ষণে বাংলা, ইংরেজি, অর্থনীতি, শিক্ষা প্রশাসন, আইন, ব্যবসায় প্রশাসন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, এ ধরনের প্রশিক্ষণ দক্ষ জনবল তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। দক্ষতা ও পেশাগত উৎকর্ষতার মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সবাইকে কাজ করতে হবে, তখনই অর্জনগুলো দৃশ্যমান হবে। আমি এই প্রশিক্ষণ ও কর্মশালার সফলতা কামনা করছি।

এমবিএইচ/এসএস