পথশিশুর পাঠশালা একুশ

সৈয়দ জাহিদ হাসান

পথশিশুদের গান শোনাচ্ছেন পাঠশালার স্বেচ্ছাসেবকরা  ছবি :অনলাইন

পাঠশালা একুশ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়া এ সংগঠন সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছতে কাজ করছে। ‘স্বপ্নরথে আলোর পথে’ স্লোগানে সিকৃবির পাঠশালা একুশের একঝাঁক উদ্যমী সংগঠক পিছিয়ে থাকা শিশুদের জন্য সামাজিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কাজ চালিয়ে যাচ্ছেন। অধিকারবঞ্চিত এ শিশুদের স্বপ্নরথে চড়িয়ে দেখাতে চান আলোর পথ।

তাঁদের তারুণ্য শুধু অবয়বে নয়, দেখিয়ে দিচ্ছেন কাজেও। ২০১২ সালে একদল তরুণের হাত ধরে যাত্রা শুরু সংগঠনটির। নানা চড়াই-উতরাই পেরিয়ে পিছিয়ে পড়া, অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে অদম্য এই তরুণদের গড়া পাঠশালা একুশ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আশপাশের প্রায় ১২০ শিক্ষার্থীকে নিয়মিত শুক্র ও শনিবার কেন্দ্রীয় গ্রন্থাগার এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবন ২-এর মূল ফটকের সামনে খোলা আকাশের নিচে পাঠদান করে পাঠশালা একুশ।

সংগঠনটির নেতৃত্বের পালাবদলের সঙ্গে প্রতিনিয়ত বাড়ছে এর পরিধি; যুক্ত হচ্ছেন নতুন নতুন শিক্ষার্থী ও শিক্ষক। সংগঠনের সভাপতি ও স্নাতকোত্তর শিক্ষার্থী তাসফিয়া তাহজিন নিজেদের কার্যক্রম সম্পর্কে বলেন, ‘এখানে যারা আসে, ক্লাস শেষে আমরা তাদের টিফিন দিই। চেষ্টা করি মাসে অন্তত দু’বার তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিতে। এ ছাড়া অভিভাবকদের নিয়ে নিযমিত আলোচনা সভা করি।

পাঠশালা একুশের শিক্ষার্থীরা সংস্কৃতি, খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতা, সামাজিক ও জাতীয় দিবসেও অংশগ্রহণ করে। এর মাধ্যমে এই সুবিধাবঞ্চিত শিশুরা বিপথে যাওয়া থেকে যেমন রক্ষা পাচ্ছে, তেমনি সামাজিকভাবেও হচ্ছে সচেতন।’

পথশিশুর পাঠশালা একুশ

সৈয়দ জাহিদ হাসান

পথশিশুদের গান শোনাচ্ছেন পাঠশালার স্বেচ্ছাসেবকরা  ছবি :অনলাইন

পাঠশালা একুশ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়া এ সংগঠন সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছতে কাজ করছে। ‘স্বপ্নরথে আলোর পথে’ স্লোগানে সিকৃবির পাঠশালা একুশের একঝাঁক উদ্যমী সংগঠক পিছিয়ে থাকা শিশুদের জন্য সামাজিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কাজ চালিয়ে যাচ্ছেন। অধিকারবঞ্চিত এ শিশুদের স্বপ্নরথে চড়িয়ে দেখাতে চান আলোর পথ।

তাঁদের তারুণ্য শুধু অবয়বে নয়, দেখিয়ে দিচ্ছেন কাজেও। ২০১২ সালে একদল তরুণের হাত ধরে যাত্রা শুরু সংগঠনটির। নানা চড়াই-উতরাই পেরিয়ে পিছিয়ে পড়া, অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে অদম্য এই তরুণদের গড়া পাঠশালা একুশ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আশপাশের প্রায় ১২০ শিক্ষার্থীকে নিয়মিত শুক্র ও শনিবার কেন্দ্রীয় গ্রন্থাগার এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবন ২-এর মূল ফটকের সামনে খোলা আকাশের নিচে পাঠদান করে পাঠশালা একুশ।

সংগঠনটির নেতৃত্বের পালাবদলের সঙ্গে প্রতিনিয়ত বাড়ছে এর পরিধি; যুক্ত হচ্ছেন নতুন নতুন শিক্ষার্থী ও শিক্ষক। সংগঠনের সভাপতি ও স্নাতকোত্তর শিক্ষার্থী তাসফিয়া তাহজিন নিজেদের কার্যক্রম সম্পর্কে বলেন, ‘এখানে যারা আসে, ক্লাস শেষে আমরা তাদের টিফিন দিই। চেষ্টা করি মাসে অন্তত দু’বার তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিতে। এ ছাড়া অভিভাবকদের নিয়ে নিযমিত আলোচনা সভা করি।

পাঠশালা একুশের শিক্ষার্থীরা সংস্কৃতি, খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতা, সামাজিক ও জাতীয় দিবসেও অংশগ্রহণ করে। এর মাধ্যমে এই সুবিধাবঞ্চিত শিশুরা বিপথে যাওয়া থেকে যেমন রক্ষা পাচ্ছে, তেমনি সামাজিকভাবেও হচ্ছে সচেতন।’