পবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আশিকুর রহমান

পবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) ২৭ জুলাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর আয়োজন করে পবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদ।

এবছর ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উৎযাপনে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালি, পোনা অবমুক্তকরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রথমে বর্ণাঢ্য র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে নীলকমল পুকুর পুকুর ঘাটে মাছের রেনুপোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্তকরণ শেষে আলোচনা সভায় দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্য সম্পদের যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচনে ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থ সামাজিক উন্নয়নে মৎস্য সম্পদের ভূমিকা তুলে ধরেন মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত চন্দ্র বলেন, ‘মানুষের পুষ্টির বিকাশ স্বাধনে মাছের গুরুত্ব অপরিসীম যা শিক্ষার্থীর মেধার বিকাশ ঘটায়। আর মেধাবী শিক্ষার্থীর মাধ্যমেই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।’ এ সময় আরও উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক ড. লোকমান আলী, অধ্যাপক ড. সাজেদুল হক, অধ্যাপক ড. আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল হাসানসহ মাৎস্যবিজ্ঞান অনুষদের সকল শিক্ষক ও শিক্ষার্থী।

ইবিহো/এসএস

পবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আশিকুর রহমান

পবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) ২৭ জুলাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর আয়োজন করে পবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদ।

এবছর ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উৎযাপনে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালি, পোনা অবমুক্তকরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রথমে বর্ণাঢ্য র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে নীলকমল পুকুর পুকুর ঘাটে মাছের রেনুপোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্তকরণ শেষে আলোচনা সভায় দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্য সম্পদের যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচনে ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থ সামাজিক উন্নয়নে মৎস্য সম্পদের ভূমিকা তুলে ধরেন মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত চন্দ্র বলেন, ‘মানুষের পুষ্টির বিকাশ স্বাধনে মাছের গুরুত্ব অপরিসীম যা শিক্ষার্থীর মেধার বিকাশ ঘটায়। আর মেধাবী শিক্ষার্থীর মাধ্যমেই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।’ এ সময় আরও উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক ড. লোকমান আলী, অধ্যাপক ড. সাজেদুল হক, অধ্যাপক ড. আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল হাসানসহ মাৎস্যবিজ্ঞান অনুষদের সকল শিক্ষক ও শিক্ষার্থী।

ইবিহো/এসএস