পবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনা

আশিকুর রহমান

আলোচকবৃন্দ।

‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের আয়োজনে উদযাপিত হয়েছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩’।

দিবস উদযাপন উপলক্ষে ২০ ফেব্রুয়ারি সকাল ১০.৩০টায় পবিপ্রবির গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিপ্রবির গ্রন্থাগার কর্মকর্তা অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। প্রধান অতিথি তার বক্তব্যে গ্রন্থাগার দিবসের তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন এবং সবাইকে গ্রন্থাগারে পড়তে উৎসাহ প্রদানে আহবান জানান । তিনি বলেন, দেশের জন্য স্মার্ট গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম কেননা গ্রন্থাগার ও গ্রন্থাগারে অর্জিত জ্ঞানের মাধ্যমেই সমাজ ও দেশ আলোকিত হয় ।

অনুষ্ঠানের স্বাগত বক্তা হিসেবে বক্তব্য দেন গণগ্রন্থাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পঙ্কজ কুমার সরকার। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ লিটন চন্দ্র সেন। এছাড়াও উক্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ পবিপ্রবির শাখার সভাপতি মো. আরাফাত ইসলাম খান সাগর। তিনি বলেন, “পড়াশুনা বান্ধব পরিবেশ তৈরিতে ছাত্রলীগ বদ্ধ পরিকর। লাইব্রেরিতে এসে জ্ঞান অর্জন করে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তিনি সবাইকে আহবান জানান।

এছাড়াও তিনি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে বইমেলা আয়োজনের জন্য গ্রন্থাগারিক এর কাছে আহবান জানান।

এমবিএইচ/এসএস

পবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনা

আশিকুর রহমান

আলোচকবৃন্দ।

‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের আয়োজনে উদযাপিত হয়েছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩’।

দিবস উদযাপন উপলক্ষে ২০ ফেব্রুয়ারি সকাল ১০.৩০টায় পবিপ্রবির গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিপ্রবির গ্রন্থাগার কর্মকর্তা অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। প্রধান অতিথি তার বক্তব্যে গ্রন্থাগার দিবসের তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন এবং সবাইকে গ্রন্থাগারে পড়তে উৎসাহ প্রদানে আহবান জানান । তিনি বলেন, দেশের জন্য স্মার্ট গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম কেননা গ্রন্থাগার ও গ্রন্থাগারে অর্জিত জ্ঞানের মাধ্যমেই সমাজ ও দেশ আলোকিত হয় ।

অনুষ্ঠানের স্বাগত বক্তা হিসেবে বক্তব্য দেন গণগ্রন্থাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পঙ্কজ কুমার সরকার। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ লিটন চন্দ্র সেন। এছাড়াও উক্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ পবিপ্রবির শাখার সভাপতি মো. আরাফাত ইসলাম খান সাগর। তিনি বলেন, “পড়াশুনা বান্ধব পরিবেশ তৈরিতে ছাত্রলীগ বদ্ধ পরিকর। লাইব্রেরিতে এসে জ্ঞান অর্জন করে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তিনি সবাইকে আহবান জানান।

এছাড়াও তিনি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে বইমেলা আয়োজনের জন্য গ্রন্থাগারিক এর কাছে আহবান জানান।

এমবিএইচ/এসএস