পাবিপ্রবিতে ‘শিল্প-গবেষণা’ সেমিনার অনুষ্ঠিত

নাজমুল ইসলাম

সেমিনারে অতিথিবৃন্দ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে ‘শিল্প ও গবেষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারী-২ তে এ জ্ঞানগর্ভ আলোচনা অনুষ্ঠিত হয়।

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল অপারেশন্স) মো. মিজানুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আলম খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. কিশোর মজুমদার, বিসিএসআইআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজিম উদ্দীন আহমেদ। এসময় বিভাগের শিক্ষকদের মধ্যে সহকারি অধ্যাপক মনিরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মোছা. রেশমা আক্তার উপস্থিত ছিলেন।

সেমিনারে ফার্মেসি বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ইবিহো/এসএস

পাবিপ্রবিতে ‘শিল্প-গবেষণা’ সেমিনার অনুষ্ঠিত

নাজমুল ইসলাম

সেমিনারে অতিথিবৃন্দ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে ‘শিল্প ও গবেষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারী-২ তে এ জ্ঞানগর্ভ আলোচনা অনুষ্ঠিত হয়।

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল অপারেশন্স) মো. মিজানুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আলম খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. কিশোর মজুমদার, বিসিএসআইআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজিম উদ্দীন আহমেদ। এসময় বিভাগের শিক্ষকদের মধ্যে সহকারি অধ্যাপক মনিরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মোছা. রেশমা আক্তার উপস্থিত ছিলেন।

সেমিনারে ফার্মেসি বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ইবিহো/এসএস