পাবিপ্রবিতে শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভা

নাজমুল হুদা

পাবিপ্রবিতে শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতাবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্যালারি-২ এ অনুষ্ঠিত আলোচনা সভায় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজ খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন।

আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রক্টর ড. মো. কামাল হোসেন ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইবিহো/এসএস

পাবিপ্রবিতে শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভা

নাজমুল হুদা

পাবিপ্রবিতে শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতাবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্যালারি-২ এ অনুষ্ঠিত আলোচনা সভায় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজ খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন।

আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রক্টর ড. মো. কামাল হোসেন ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইবিহো/এসএস