পাবিপ্রবি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার, অনুষ্ঠান সূচিতে থাকবে
নাজমুল হুদা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল সোমবার ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন। উদযাপন অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ২০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠান সূচির মধ্যে সকাল সাড়ে ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, সকাল ১০টা ৪০ মিনিটে আনন্দ শোভাযাত্রা, ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচি, ১১টা ১৫ মিনিটে উদ্বোধনী আলোচনা সভা, শিক্ষকদের বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান, মেধাবী শিক্ষার্থীদের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান এবং বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অতিথিসহ গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
ইবিহো/এসএস
পাবিপ্রবি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার, অনুষ্ঠান সূচিতে থাকবে
নাজমুল হুদা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল সোমবার ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন। উদযাপন অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ২০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠান সূচির মধ্যে সকাল সাড়ে ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, সকাল ১০টা ৪০ মিনিটে আনন্দ শোভাযাত্রা, ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচি, ১১টা ১৫ মিনিটে উদ্বোধনী আলোচনা সভা, শিক্ষকদের বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান, মেধাবী শিক্ষার্থীদের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান এবং বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অতিথিসহ গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
ইবিহো/এসএস