পাবিপ্রবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক হারুন-অর-রশিদ

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ গতকাল (৩০ জুলাই) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে যোগদান করেছেন। তিনি ২০০৯ সালে যোগদান করে, দীর্ঘ ১৪ বছরেরও অধিক সময় ধরে পাবিপ্রবিতে শিক্ষকতা করছেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবনে ড. হারুন অত্যন্ত মেধাবী ছিলেন। ঢাকা শিক্ষা বোর্ড হতে কৃতিত্বের সাথে ১৯৯৯ সালে এসএসসি এবং ২০০১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক হারুন তাঁর অনুভূতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আছি, ‘সর্বদা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সততার সাথে কাজ করে যাচ্ছি। এখন বড় দায়িত্ব পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক কাজে সুযোগ্য ডায়নামিক মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও অন্যান্য প্রশাসকগণের সাথে কাজ করে, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহায়ক শক্তি হিসেবে থাকব।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো বাবুল হোসেন-এর পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বর্তমানে তাঁর শতাধিক আর্টিকেল আইএসআই ও স্কোপাস জার্নালে প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে তিনি পাবিপ্রবিতে শ্রেষ্ঠ গবেষক হিসেবে স্থান করে নিয়েছেন।

অধ্যাপক ড. হারুন কর্মজীবনে শিক্ষকতা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবনে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন।

ইবিহো/এসএস

পাবিপ্রবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক হারুন-অর-রশিদ

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ গতকাল (৩০ জুলাই) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে যোগদান করেছেন। তিনি ২০০৯ সালে যোগদান করে, দীর্ঘ ১৪ বছরেরও অধিক সময় ধরে পাবিপ্রবিতে শিক্ষকতা করছেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবনে ড. হারুন অত্যন্ত মেধাবী ছিলেন। ঢাকা শিক্ষা বোর্ড হতে কৃতিত্বের সাথে ১৯৯৯ সালে এসএসসি এবং ২০০১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক হারুন তাঁর অনুভূতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আছি, ‘সর্বদা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সততার সাথে কাজ করে যাচ্ছি। এখন বড় দায়িত্ব পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক কাজে সুযোগ্য ডায়নামিক মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও অন্যান্য প্রশাসকগণের সাথে কাজ করে, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহায়ক শক্তি হিসেবে থাকব।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো বাবুল হোসেন-এর পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বর্তমানে তাঁর শতাধিক আর্টিকেল আইএসআই ও স্কোপাস জার্নালে প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে তিনি পাবিপ্রবিতে শ্রেষ্ঠ গবেষক হিসেবে স্থান করে নিয়েছেন।

অধ্যাপক ড. হারুন কর্মজীবনে শিক্ষকতা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবনে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন।

ইবিহো/এসএস