পাবিপ্রবি রসায়ন বিভাগের অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা

মো. নাজমুল হুদা

অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাস-এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল তিনটায় বিদায়ী শিক্ষককে রসায়ন সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে প্রতি ব্যাচ থেকে উপহার প্রদানের মধ্যে দিয়ে অ্যাকাডেমিক ভবনের গ্যালারি ২ তে অনুষ্ঠানটি সম্মন্ন হয়।

অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, বিজ্ঞান অনুষদেের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল আলম এবং সম্মানীত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসান হাবীব।

বিদায়ী শিক্ষককে সম্মাননা প্রদান করছেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

আরও উপস্থিত ছিলেন প্রক্টর ড. কামাল হোসেন, বিভাগের সকল শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

রসায়ন বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী মো. ইমন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. হাফিজা খাতুন প্রথমে বিদায়ী শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এখানকার প্রত্যেকটা শিক্ষার্থী যদি একেক জন অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাস হয়, তাহলে দেশ আরও এগিয়ে যাবে। আমাদের তরুণরা স্বপ্ন দেখবে। তারুণ্যের শক্তি নিয়ে সামনে এগিয়ে যাবে। এই স্বপ্ন শুধু তার নিজের না, এই স্বপ্ন তার অনুজদের পথ প্রদর্শন করবে। আর এভাবে সবাই মিলে কাজ করলে আমাদের দেশটা আরও সুন্দর হবে।

অনুষ্ঠানে শিক্ষকসহ শিক্ষার্থীরা।

বিদায়ী বক্তব্যে অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাস বলেন, আমি আজ আবেগ আপ্লুত। এত সুন্দর আয়োজনের মাধ্যমে আমাকে বিদায় দেওয়ার জন্য আমি আনন্দিত।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সময়ের ব্যাপারে সচেতন হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এরপর বিদায়ী শিক্ষককে শিক্ষার্থীরা রাস্তার দুপাশে থেকে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান।

এমবিএইচ/এসএস

পাবিপ্রবি রসায়ন বিভাগের অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা

মো. নাজমুল হুদা

অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাস-এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল তিনটায় বিদায়ী শিক্ষককে রসায়ন সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে প্রতি ব্যাচ থেকে উপহার প্রদানের মধ্যে দিয়ে অ্যাকাডেমিক ভবনের গ্যালারি ২ তে অনুষ্ঠানটি সম্মন্ন হয়।

অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, বিজ্ঞান অনুষদেের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল আলম এবং সম্মানীত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসান হাবীব।

বিদায়ী শিক্ষককে সম্মাননা প্রদান করছেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

আরও উপস্থিত ছিলেন প্রক্টর ড. কামাল হোসেন, বিভাগের সকল শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

রসায়ন বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী মো. ইমন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. হাফিজা খাতুন প্রথমে বিদায়ী শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এখানকার প্রত্যেকটা শিক্ষার্থী যদি একেক জন অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাস হয়, তাহলে দেশ আরও এগিয়ে যাবে। আমাদের তরুণরা স্বপ্ন দেখবে। তারুণ্যের শক্তি নিয়ে সামনে এগিয়ে যাবে। এই স্বপ্ন শুধু তার নিজের না, এই স্বপ্ন তার অনুজদের পথ প্রদর্শন করবে। আর এভাবে সবাই মিলে কাজ করলে আমাদের দেশটা আরও সুন্দর হবে।

অনুষ্ঠানে শিক্ষকসহ শিক্ষার্থীরা।

বিদায়ী বক্তব্যে অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাস বলেন, আমি আজ আবেগ আপ্লুত। এত সুন্দর আয়োজনের মাধ্যমে আমাকে বিদায় দেওয়ার জন্য আমি আনন্দিত।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সময়ের ব্যাপারে সচেতন হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এরপর বিদায়ী শিক্ষককে শিক্ষার্থীরা রাস্তার দুপাশে থেকে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান।

এমবিএইচ/এসএস