প্রথমবারের মতো নোবিপ্রবিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

রাইসুল ইসলাম রাতুল

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিজনেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো ‘ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে ১ মার্চ সকালে এর উদ্বোধন করা হয়।

পরবর্তীতে প্রশাসনিক ভবন সংলগ্ন গোলচত্বরে প্রাণ, মেঘনা গ্রুপ লিমিটেড ও আবুল খায়ের গ্রুপের নিয়োগকর্তাগণ চাকুরী প্রত্যাশীদের সিভি প্রদর্শনপূর্বক ভাইভা গ্রহণ করেন। প্রায় চাকুরী প্রত্যাশী ১৭০০ জনের কাছ থেকে সিভি গ্রহণ করা হয়েছে।

ব্যবসায় অনুষদের চেয়ারম্যান ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ, সকল বিভাগ হতে আগত শিক্ষার্থী, আবুল খায়ের গ্রুপ, মেঘনা গ্রুপ ও প্রাণ কোম্পানির নিয়োগকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আমাদের দেশের শিক্ষাক্রম অনুযায়ী পড়াশোনা শেষ করার পর শিক্ষার্থীরা চাকুরিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে অভিজ্ঞতা কম থাকায় ভয় ও বিড়ম্বনা থাকতে হয়। বিজনেস ক্লাব সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার সুযোগ দেয়ায় সেটি চাকুরীপ্রত্যাশীদের জন্য কল্যাণজনক হবে বলে জানিয়েছেন তিনি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আশাবাদী বিজনেস ক্লাব তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

সংগঠনটির সভাপতি কাজী আল আমিন বলেন, নোবিপ্রবি ঢাকা হতে দূরবর্তী স্থানে অবস্থিত হওয়া সত্ত্বেও কোম্পানিগুলো সাড়া প্রদান করায় আমরা সাধুবাদ জানাচ্ছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। প্রথমবারের মতো তিনটি কোম্পানি আসলেও ভবিষ্যতে ত্রিশটির অধিক আসবে বলে আশাবাদ প্রকাশ করেন।

গ্র্যাজুয়েট, অ্যাফেয়ার্ড এবং ফাইনাল ইয়ার বিভিন্ন ক্যাটাগরিতে সিভি সংগ্রহের মাধ্যমে প্রাথমিক ভাবে নির্বাচিতদেরকে পরবর্তীতে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।

এমবিএইচ/এসএস

প্রথমবারের মতো নোবিপ্রবিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

রাইসুল ইসলাম রাতুল

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিজনেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো ‘ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে ১ মার্চ সকালে এর উদ্বোধন করা হয়।

পরবর্তীতে প্রশাসনিক ভবন সংলগ্ন গোলচত্বরে প্রাণ, মেঘনা গ্রুপ লিমিটেড ও আবুল খায়ের গ্রুপের নিয়োগকর্তাগণ চাকুরী প্রত্যাশীদের সিভি প্রদর্শনপূর্বক ভাইভা গ্রহণ করেন। প্রায় চাকুরী প্রত্যাশী ১৭০০ জনের কাছ থেকে সিভি গ্রহণ করা হয়েছে।

ব্যবসায় অনুষদের চেয়ারম্যান ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ, সকল বিভাগ হতে আগত শিক্ষার্থী, আবুল খায়ের গ্রুপ, মেঘনা গ্রুপ ও প্রাণ কোম্পানির নিয়োগকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আমাদের দেশের শিক্ষাক্রম অনুযায়ী পড়াশোনা শেষ করার পর শিক্ষার্থীরা চাকুরিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে অভিজ্ঞতা কম থাকায় ভয় ও বিড়ম্বনা থাকতে হয়। বিজনেস ক্লাব সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার সুযোগ দেয়ায় সেটি চাকুরীপ্রত্যাশীদের জন্য কল্যাণজনক হবে বলে জানিয়েছেন তিনি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আশাবাদী বিজনেস ক্লাব তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

সংগঠনটির সভাপতি কাজী আল আমিন বলেন, নোবিপ্রবি ঢাকা হতে দূরবর্তী স্থানে অবস্থিত হওয়া সত্ত্বেও কোম্পানিগুলো সাড়া প্রদান করায় আমরা সাধুবাদ জানাচ্ছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। প্রথমবারের মতো তিনটি কোম্পানি আসলেও ভবিষ্যতে ত্রিশটির অধিক আসবে বলে আশাবাদ প্রকাশ করেন।

গ্র্যাজুয়েট, অ্যাফেয়ার্ড এবং ফাইনাল ইয়ার বিভিন্ন ক্যাটাগরিতে সিভি সংগ্রহের মাধ্যমে প্রাথমিক ভাবে নির্বাচিতদেরকে পরবর্তীতে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।

এমবিএইচ/এসএস