প্রধানমন্ত্রীকে হুমকির ঘটনায় জবি নীলদলের নিন্দা

শাহীন আলম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর’ হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল (একাংশ)। একই সাথে আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংগঠনটি।

সোমবার (২২ মে) নীলদলের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন ও সাধরণ সম্পাদক ড.নাফিস আহমেদ স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ দাবি জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, করোনা মহামারীর প্রকোপের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে টালমাটাল বৈশ্বিক অর্থনীতির এ ক্রান্তিকালেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ যেভাবে একটি শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বিএনপি’র মতো একটি রাজনৈতিক দলের বিভাগীয় পর্যায়ের একজন নেতার এহেন বক্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থীই নয় বরং এটি ফৌজদারি অপরাধের শামিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল এর পক্ষ হতে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ এর এহেন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠে। রোববার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহবায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়।

ইবিহো/এসএস

প্রধানমন্ত্রীকে হুমকির ঘটনায় জবি নীলদলের নিন্দা

শাহীন আলম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর’ হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল (একাংশ)। একই সাথে আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংগঠনটি।

সোমবার (২২ মে) নীলদলের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন ও সাধরণ সম্পাদক ড.নাফিস আহমেদ স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ দাবি জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, করোনা মহামারীর প্রকোপের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে টালমাটাল বৈশ্বিক অর্থনীতির এ ক্রান্তিকালেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ যেভাবে একটি শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বিএনপি’র মতো একটি রাজনৈতিক দলের বিভাগীয় পর্যায়ের একজন নেতার এহেন বক্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থীই নয় বরং এটি ফৌজদারি অপরাধের শামিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল এর পক্ষ হতে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ এর এহেন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠে। রোববার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহবায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়।

ইবিহো/এসএস