নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ

‘প্রযুক্তির বাইরে আমরা কেউই থাকতে পারবো না’

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, প্রযুক্তির বাইরে আমরা কেউই থাকতে পারবো না। প্রযুক্তির পেছনে আমাদের ছুটতেই হবে। তাই দেরি না করে আমরা প্রযুক্তির হাইওয়েতে যুক্ত হতে চাই। জননেত্রী শেখ হাসিনার আধুনিক স্মার্ট বাংলাদেশের সঙ্গে আমরা যুক্ত হতে হবে।

সোমবার (৩ এপ্রিল) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ডি-নথি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ডি-নথির গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ডি-নথির যখন প্রস্তাব যখন আমাদের কাছে আসে তখন আমার মনে হয়েছে এটি এখনি নিতে হবে। কেননা এই ডি নথির ধারণাকে এখন না নিলে আমাদের আবারও পিছিয়ে যেতে হবে।

ড. সৌমিত্র শেখর বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়টিকে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সাথে সম্পৃক্ত করা। এজন্য আমরা সার্বিক কাজ শুরু করে দিয়েছি। আমাদের শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। ফলে সেশনজট এখন আর থাকবে না। এখানকার শিক্ষকদের গবেষণাপ্রীতি আছে। সম্প্রতি শেষ হওয়া গবেষণা মেলায় তাদের প্রকাশিত-অপ্রকাশিত সমস্ত লেখা নিয়ে আমরা একটি ডাটাবেজ তৈরি করতে পেরেছি। যেটি আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। আমাদের গোটা বিশ্ববিদ্যালয়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করছি। সার্বিক কার্যক্রমের মধ্যে আমাদের পরিকল্পনার কিন্তু কোন অভাব নেই।

উদ্বোধনী সভায় অনলাইনে যুক্ত থেকে আরও বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, ইউজিসি পরিচালক (ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং ডিভিশন) মাকসুদুর রহমান ভূঁইয়া, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যরা।

ইবিহো/এসএস

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ

‘প্রযুক্তির বাইরে আমরা কেউই থাকতে পারবো না’

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, প্রযুক্তির বাইরে আমরা কেউই থাকতে পারবো না। প্রযুক্তির পেছনে আমাদের ছুটতেই হবে। তাই দেরি না করে আমরা প্রযুক্তির হাইওয়েতে যুক্ত হতে চাই। জননেত্রী শেখ হাসিনার আধুনিক স্মার্ট বাংলাদেশের সঙ্গে আমরা যুক্ত হতে হবে।

সোমবার (৩ এপ্রিল) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ডি-নথি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ডি-নথির গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ডি-নথির যখন প্রস্তাব যখন আমাদের কাছে আসে তখন আমার মনে হয়েছে এটি এখনি নিতে হবে। কেননা এই ডি নথির ধারণাকে এখন না নিলে আমাদের আবারও পিছিয়ে যেতে হবে।

ড. সৌমিত্র শেখর বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়টিকে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সাথে সম্পৃক্ত করা। এজন্য আমরা সার্বিক কাজ শুরু করে দিয়েছি। আমাদের শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। ফলে সেশনজট এখন আর থাকবে না। এখানকার শিক্ষকদের গবেষণাপ্রীতি আছে। সম্প্রতি শেষ হওয়া গবেষণা মেলায় তাদের প্রকাশিত-অপ্রকাশিত সমস্ত লেখা নিয়ে আমরা একটি ডাটাবেজ তৈরি করতে পেরেছি। যেটি আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। আমাদের গোটা বিশ্ববিদ্যালয়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করছি। সার্বিক কার্যক্রমের মধ্যে আমাদের পরিকল্পনার কিন্তু কোন অভাব নেই।

উদ্বোধনী সভায় অনলাইনে যুক্ত থেকে আরও বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, ইউজিসি পরিচালক (ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং ডিভিশন) মাকসুদুর রহমান ভূঁইয়া, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যরা।

ইবিহো/এসএস