প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৮ বা ২৯ ডিসেম্বর

কালবেলা প্রতিবেদক

প্রতীকী ছবি।

১৩ বছর পর আবারও বৃত্তি পরীক্ষায় বসতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ থাকায় পৃথক এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৮ বা ২৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে।

জানা গেছে, গত ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধা বৃত্তি প্রদানের বিকল্প মেধা যাচাই পদ্ধতিবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে প্রাথমিকে বৃত্তি প্রদান অব্যাহত থাকবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে এ পরীক্ষা নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বার্ষিক পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ জন্য সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্রের তথ্য ৬ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছিল। সে অনুযায়ী বৃত্তি পরীক্ষা আয়োজন নিয়ে গতকাল সভা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সভা সূত্রে জানা গেছে, আগামী ১৯ ডিসেম্বর প্রাথমিকের সমাপনী পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এর ভিত্তিতে বিদ্যালয় থেকে শিক্ষার্থীর তালিকা সংগ্রহ করা হবে। বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আলাদা প্রবেশপত্র দেওয়া হবে। এ কাজগুলো শেষ করতে ৫ থেকে ৬ দিন লাগবে। এরপর পরীক্ষা অনুষ্ঠিত হবে

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৮ বা ২৯ ডিসেম্বর

কালবেলা প্রতিবেদক

প্রতীকী ছবি।

১৩ বছর পর আবারও বৃত্তি পরীক্ষায় বসতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ থাকায় পৃথক এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৮ বা ২৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে।

জানা গেছে, গত ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধা বৃত্তি প্রদানের বিকল্প মেধা যাচাই পদ্ধতিবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে প্রাথমিকে বৃত্তি প্রদান অব্যাহত থাকবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে এ পরীক্ষা নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বার্ষিক পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ জন্য সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্রের তথ্য ৬ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছিল। সে অনুযায়ী বৃত্তি পরীক্ষা আয়োজন নিয়ে গতকাল সভা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সভা সূত্রে জানা গেছে, আগামী ১৯ ডিসেম্বর প্রাথমিকের সমাপনী পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এর ভিত্তিতে বিদ্যালয় থেকে শিক্ষার্থীর তালিকা সংগ্রহ করা হবে। বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আলাদা প্রবেশপত্র দেওয়া হবে। এ কাজগুলো শেষ করতে ৫ থেকে ৬ দিন লাগবে। এরপর পরীক্ষা অনুষ্ঠিত হবে