প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আন্তকলেজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পুরস্কার হাতে শিক্ষার্থীরা।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ২১ ডিসেম্বর বুধবার সকাল এগারোটায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে আন্তকলেজ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিওনা বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক জিএম কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.), বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. রুহুল আমিন, অফিস অব দ্যা স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের হেড মঞ্জুরুল হক খান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তাৃন্দ।
অতিথিকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে।
ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ৭ ডিসেম্বর ঢাকা শহরের ৩০টি কলেজ নিয়ে একটি আন্তকলেজ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার বিষয় ছিল ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ: গ্রামার অ্যান্ড ভোকাবুলারি স্কিলস’। উক্ত কুইজ প্রতিযোগিতায় দলভিত্তিক প্রথম স্থান অধিকার করেছিল মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তাসিন রায়হান ত্রিমা, উম্মে ফাতেমা রায়া এবং নৌশিন আনজুম মজুমদার। দল ভিত্তিক দ্বিতীয় স্থান অধিকার করে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তাসনোভা জান্নাত, ফৌজিয়া তানজিম এবং আফরিদা হোসাইন । তৃতীয় স্থান অধিকার করে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আজরাফ মাহি, বিসমিহা আরহাম এবং হাবিবা হাসান রাফিয়া।
বক্তব্য দিচ্ছেন একজন অতিথি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান-এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী দল ভিত্তিক শিক্ষার্থীদের হাতে চেক, ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কনভেনার শাহনাজ আক্তার স্বাগত বক্তব্য দেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফটস্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করান প্রধান অতিথি জিএম কামরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে আয়োজকবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।
এসএমবি/এসএস

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আন্তকলেজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পুরস্কার হাতে শিক্ষার্থীরা।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ২১ ডিসেম্বর বুধবার সকাল এগারোটায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে আন্তকলেজ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিওনা বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক জিএম কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.), বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. রুহুল আমিন, অফিস অব দ্যা স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের হেড মঞ্জুরুল হক খান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তাৃন্দ।
অতিথিকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে।
ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ৭ ডিসেম্বর ঢাকা শহরের ৩০টি কলেজ নিয়ে একটি আন্তকলেজ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার বিষয় ছিল ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ: গ্রামার অ্যান্ড ভোকাবুলারি স্কিলস’। উক্ত কুইজ প্রতিযোগিতায় দলভিত্তিক প্রথম স্থান অধিকার করেছিল মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তাসিন রায়হান ত্রিমা, উম্মে ফাতেমা রায়া এবং নৌশিন আনজুম মজুমদার। দল ভিত্তিক দ্বিতীয় স্থান অধিকার করে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তাসনোভা জান্নাত, ফৌজিয়া তানজিম এবং আফরিদা হোসাইন । তৃতীয় স্থান অধিকার করে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আজরাফ মাহি, বিসমিহা আরহাম এবং হাবিবা হাসান রাফিয়া।
বক্তব্য দিচ্ছেন একজন অতিথি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান-এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী দল ভিত্তিক শিক্ষার্থীদের হাতে চেক, ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কনভেনার শাহনাজ আক্তার স্বাগত বক্তব্য দেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফটস্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করান প্রধান অতিথি জিএম কামরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে আয়োজকবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।
এসএমবি/এসএস