বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস

‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’

বেলাল হোসাইন বকুল

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস পালন করা হয়েছে। 

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশ আলোচনা সভায়
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. আল-মামুন সরকার বলেন, ‘পরিবেশ রক্ষা করতে হলে আমাদের বৃক্ষের ভাষা বুঝতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে, তাতে করে আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাব।’

বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন বিশ্বব্যাপী জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয়ে আসছে। আর এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন পর্যন্ত। ২০২৩ সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে।’ এবং স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।’

এ উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতার বার্তা দিয়ে র‍্যালি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

র‍্যালিতে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. আল-মামুন সরকারের নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রভাষক ইমরুল কবির, তাইয়্যেবা তাবাসসুম প্রমুখ।

র‍্যালি শেষে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এসময় সহকারী অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন।

ইবিহো/এসএস

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস

‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’

বেলাল হোসাইন বকুল

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস পালন করা হয়েছে। 

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশ আলোচনা সভায়
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. আল-মামুন সরকার বলেন, ‘পরিবেশ রক্ষা করতে হলে আমাদের বৃক্ষের ভাষা বুঝতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে, তাতে করে আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাব।’

বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন বিশ্বব্যাপী জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয়ে আসছে। আর এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন পর্যন্ত। ২০২৩ সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে।’ এবং স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।’

এ উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতার বার্তা দিয়ে র‍্যালি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

র‍্যালিতে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. আল-মামুন সরকারের নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রভাষক ইমরুল কবির, তাইয়্যেবা তাবাসসুম প্রমুখ।

র‍্যালি শেষে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এসময় সহকারী অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন।

ইবিহো/এসএস