ফের বহিষ্কার ইবির কাব্য

ফরহাদ খাদেম

মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেডিকেল ভাংচুরের ঘটনায় অভিযুক্ত রেজওয়ান সিদ্দিকী কাব্যকে দ্বিতীয়বারের মতো সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে তার অপর দুই সহযোগী আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আতিক আরমান এবং সালমান আজিজকেও সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপাচার্যের সভাকক্ষে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় মেডিকেল ভাংচুরের ঘটনায় অভিযুক্ত রেজওয়ান সিদ্দিকী কাব্যসহ তার অপর দুই সহযোগীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷ সভায় উপাচার্যকে তদন্ত কমিটি গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি তদন্ত কমিটি গঠন করলে রেজিস্ট্রারের মাধ্যমে জানা যাবে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, কমিটি গঠনের ব্যাপারে আমি এখনো কোন রেজ্যুলেশন পাইনি। এ ব্যাপারে আমাকে রেজ্যুলেশন দেওয়া হলে বলতে পারব।

এর আগে, গত বছরের ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছিনতাই, সশস্ত্র ক্যাম্পাসে মহড়া ও দেশিয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়ায় ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন কাব্য।

এদিকে গত ১০ জুলাই মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভাংচুরের ঘটনায় আবারও তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

ইবিহো/এসএস

ফের বহিষ্কার ইবির কাব্য

ফরহাদ খাদেম

মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেডিকেল ভাংচুরের ঘটনায় অভিযুক্ত রেজওয়ান সিদ্দিকী কাব্যকে দ্বিতীয়বারের মতো সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে তার অপর দুই সহযোগী আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আতিক আরমান এবং সালমান আজিজকেও সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপাচার্যের সভাকক্ষে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় মেডিকেল ভাংচুরের ঘটনায় অভিযুক্ত রেজওয়ান সিদ্দিকী কাব্যসহ তার অপর দুই সহযোগীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷ সভায় উপাচার্যকে তদন্ত কমিটি গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি তদন্ত কমিটি গঠন করলে রেজিস্ট্রারের মাধ্যমে জানা যাবে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, কমিটি গঠনের ব্যাপারে আমি এখনো কোন রেজ্যুলেশন পাইনি। এ ব্যাপারে আমাকে রেজ্যুলেশন দেওয়া হলে বলতে পারব।

এর আগে, গত বছরের ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছিনতাই, সশস্ত্র ক্যাম্পাসে মহড়া ও দেশিয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়ায় ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন কাব্য।

এদিকে গত ১০ জুলাই মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভাংচুরের ঘটনায় আবারও তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

ইবিহো/এসএস