বঙ্গবন্ধুর সমাধিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু নঈম শেখ। 

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর উপাচার্য বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপর তিনি শোক বইতে স্বাক্ষর করে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মিউজিয়াম ও গ্রন্থাগার পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম, অর্থ পরিচালক হেমায়েত মিয়া, ডুয়েটের অধ্যাপক ড. কাউছার জামিল, অধ্যাপক ড. জামাল আহমেদ এবং কুয়েটের অধ্যাপক ড. আবদুস সোবহান উপস্থিত ছিলেন।

২০২০ সালের ২৬ নভেম্বর জাতীয় সংসদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। ২০২২ সালের ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ। ৪ আগস্ট তিনি উপাচার্য হিসেবে যোগদান করেন। তিনি গাজীপুর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত বিভাগের প্রধান ছিলেন।

তিনি উপাচার্য হিসেবে যোগদানের পরপরই সুনামগঞ্জের ছয় এমপির সম্মতিতে ‘দেখার হাওর’ পাড়ে বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেন।

 

লেখা ও ছবি: এস এম আল-ফাহাদ

 

এমবিএইচ

বঙ্গবন্ধুর সমাধিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু নঈম শেখ। 

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর উপাচার্য বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপর তিনি শোক বইতে স্বাক্ষর করে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মিউজিয়াম ও গ্রন্থাগার পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম, অর্থ পরিচালক হেমায়েত মিয়া, ডুয়েটের অধ্যাপক ড. কাউছার জামিল, অধ্যাপক ড. জামাল আহমেদ এবং কুয়েটের অধ্যাপক ড. আবদুস সোবহান উপস্থিত ছিলেন।

২০২০ সালের ২৬ নভেম্বর জাতীয় সংসদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। ২০২২ সালের ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ। ৪ আগস্ট তিনি উপাচার্য হিসেবে যোগদান করেন। তিনি গাজীপুর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত বিভাগের প্রধান ছিলেন।

তিনি উপাচার্য হিসেবে যোগদানের পরপরই সুনামগঞ্জের ছয় এমপির সম্মতিতে ‘দেখার হাওর’ পাড়ে বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেন।

 

লেখা ও ছবি: এস এম আল-ফাহাদ

 

এমবিএইচ