বঙ্গবন্ধু ইনস্টিটিউটে ২ ডিসটিংগুইশড অধ্যাপকের যোগদান

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট’ এ দুইজন ডিসটিংগুইশড অধ্যাপক যোগদান করেছেন। দুইজন অধ্যাপকের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. আখতার হোসেন। তিনি এ বিভাগের চেয়ারম্যান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন।
ডিসটিংগুইশড অধ্যাপকের অপরজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। তিনি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। গত ১ জানুয়ারি ধানমন্ডিতে ইনস্টিটিউটের কার্যালয়ে তারা যোগদান করেন।
যোগদানের পর গতকাল ২ জানুয়ারি তারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১টায় ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট’-এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান ও ইনস্টিটিউটের গবেষকদের নিয়ে নবনিযুক্ত ডিসটিংগুইশড অধ্যাপকদ্বয় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এমবিএইচ/এসএস

বঙ্গবন্ধু ইনস্টিটিউটে ২ ডিসটিংগুইশড অধ্যাপকের যোগদান

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট’ এ দুইজন ডিসটিংগুইশড অধ্যাপক যোগদান করেছেন। দুইজন অধ্যাপকের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. আখতার হোসেন। তিনি এ বিভাগের চেয়ারম্যান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন।
ডিসটিংগুইশড অধ্যাপকের অপরজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। তিনি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। গত ১ জানুয়ারি ধানমন্ডিতে ইনস্টিটিউটের কার্যালয়ে তারা যোগদান করেন।
যোগদানের পর গতকাল ২ জানুয়ারি তারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১টায় ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট’-এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান ও ইনস্টিটিউটের গবেষকদের নিয়ে নবনিযুক্ত ডিসটিংগুইশড অধ্যাপকদ্বয় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এমবিএইচ/এসএস