বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে চবি শিক্ষার্থীরা
রেফায়েত উল্যাহ রুপক
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার (১১ আগস্ট) বান্দরবানের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করেন তারা।
বন্যা দুর্গতদের জন্য ত্রাণ প্রস্তুত করছেন শিক্ষার্থীরা।
সিএসই বিভাগের শিক্ষার্থী শানেওয়াজ অর্ণব বলেন, যে গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত এবং ত্রাণ পৌঁছায়নি স্থানীয় মানুষ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমরা সেগুলোর তালিকা করি। সে অনুযায়ী রাতে ত্রাণসামগ্রী প্যাকেট করি। সকাল থেকে স্থানীয়দেরকে সাথে নিয়ে আমাদের টিম ভাগ হয়ে এগুলো বিতরণ করে। স্থানীয় লোকেদের ভাষ্যমতে, তারা এখনো কোনো সহায়তা পায়নি। বাচ্চারা খাওয়ার কষ্ট করছে। গত রবিবার থেকে সেখানে বিদ্যুৎ নেই। পানি করে গেলেও অনেকের ঘরবাড়ি পানির জোয়ারে ভেঙ্গে গেছে।
বন্যা দুর্গতদের কাছে ছুটছেন শিক্ষার্থীরা।
সিএসই বিভাগের সভাপতি ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বলেন, লেখাপড়ার চাপে পিষ্ট থেকেও মানবতার খাতিরে থেমে নেই চবি শিক্ষার্থীরা। এই উদ্যমী মনোভাব প্রশংসার দাবীদার। এই তারুণ্য আমাদের আশা দেয় সামনে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার। কম্পিউটারের কাজ করলেই শুধু হবে না পড়াশোনা ঠিক রেখে মানবতার কাজে নিয়োজিত হতে হবে আমাদের শিক্ষার্থীদের।
ইবিহো/এসএস
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে চবি শিক্ষার্থীরা
রেফায়েত উল্যাহ রুপক
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার (১১ আগস্ট) বান্দরবানের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করেন তারা।
বন্যা দুর্গতদের জন্য ত্রাণ প্রস্তুত করছেন শিক্ষার্থীরা।
সিএসই বিভাগের শিক্ষার্থী শানেওয়াজ অর্ণব বলেন, যে গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত এবং ত্রাণ পৌঁছায়নি স্থানীয় মানুষ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমরা সেগুলোর তালিকা করি। সে অনুযায়ী রাতে ত্রাণসামগ্রী প্যাকেট করি। সকাল থেকে স্থানীয়দেরকে সাথে নিয়ে আমাদের টিম ভাগ হয়ে এগুলো বিতরণ করে। স্থানীয় লোকেদের ভাষ্যমতে, তারা এখনো কোনো সহায়তা পায়নি। বাচ্চারা খাওয়ার কষ্ট করছে। গত রবিবার থেকে সেখানে বিদ্যুৎ নেই। পানি করে গেলেও অনেকের ঘরবাড়ি পানির জোয়ারে ভেঙ্গে গেছে।
বন্যা দুর্গতদের কাছে ছুটছেন শিক্ষার্থীরা।
সিএসই বিভাগের সভাপতি ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বলেন, লেখাপড়ার চাপে পিষ্ট থেকেও মানবতার খাতিরে থেমে নেই চবি শিক্ষার্থীরা। এই উদ্যমী মনোভাব প্রশংসার দাবীদার। এই তারুণ্য আমাদের আশা দেয় সামনে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার। কম্পিউটারের কাজ করলেই শুধু হবে না পড়াশোনা ঠিক রেখে মানবতার কাজে নিয়োজিত হতে হবে আমাদের শিক্ষার্থীদের।
ইবিহো/এসএস