ববিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মেহরাব হোসেন

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ভাষা শহিদদের স্মরণে সকাল নয়টায় উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

পরবর্তীতে আবাসিক হল, ২৫টি বিভাগ, শিক্ষক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, কুইজ সোসাইটিসহ অনান্য প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, অধিকতর গবেষণার মধ্য দিয়ে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে হবে এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ করতে হবে। তাই বাংলা ভাষাকে অধিকতর চর্চা ও গবেষণা করার জন্য তিনি অধিকতর যত্নশীল হতে বলেন সবাইকে।

প্রভাতফেরি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর খোরশেদ আলম, রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দীন, কোষাধ্যক্ষ বদরুজ্জামান ভূইয়াসহ অন্যন্যরা।

এছাড়া দিবসটি ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শহিদদের সশ্রদ্ধ স্মরণে বেলা ১১টায় ‘কীর্তনখোলা হলরুমে’ স্মরণসভা ও আলোচনা সভার আয়োজন করেন।

ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মসজিদে ভাষা শহিদের আত্মার মাগফিরাতের কামনায় বাদ যোহর দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এমবিএইচ/এসএস

ববিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মেহরাব হোসেন

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ভাষা শহিদদের স্মরণে সকাল নয়টায় উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

পরবর্তীতে আবাসিক হল, ২৫টি বিভাগ, শিক্ষক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, কুইজ সোসাইটিসহ অনান্য প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, অধিকতর গবেষণার মধ্য দিয়ে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে হবে এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ করতে হবে। তাই বাংলা ভাষাকে অধিকতর চর্চা ও গবেষণা করার জন্য তিনি অধিকতর যত্নশীল হতে বলেন সবাইকে।

প্রভাতফেরি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর খোরশেদ আলম, রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দীন, কোষাধ্যক্ষ বদরুজ্জামান ভূইয়াসহ অন্যন্যরা।

এছাড়া দিবসটি ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শহিদদের সশ্রদ্ধ স্মরণে বেলা ১১টায় ‘কীর্তনখোলা হলরুমে’ স্মরণসভা ও আলোচনা সভার আয়োজন করেন।

ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মসজিদে ভাষা শহিদের আত্মার মাগফিরাতের কামনায় বাদ যোহর দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এমবিএইচ/এসএস