বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালন

নাঈম ইসলাম সংগ্রাম

আনন্দ শোভাযাত্রা।

‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট স্ট্যাটিসটিক্যাল সিস্টেম’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ পালিত হয়েছে। পরিসংখ্যান দিবসকে কেন্দ্র করে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র‌্যালি বের করে হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগ। সময় র‌্যালিটি হাবিপ্রবি’র ড. এম এ ওয়াজেদ ভবন থেকে শুরু করে বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এর সামনে গিয়ে শেষ হয়।

পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে অনলাইন ও অফলাইনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে পরিসংখ্যান বিভাগ এবং সকাল ১১ টা ৪০ মিনিটে পোস্টার প্রেজেন্টেশন হয়। এরপর পরিসংখ্যান বিভাগের ল্যাব এবং বিগত কার্যক্রমের উপর একটি প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়।

অতিথিবৃন্দ।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন হাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, সহযোগী অধ্যাপক ড. রাজিব দে এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন কমিটির সমন্বয়ক ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউল হাসান।

এছাড়াও ভার্চুয়াল টেকনিক্যাল সেশনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার।

দিবসের আলোচনা।

টেকনিক্যাল সেশনে ২ টা ১৫ মিনিটে শুরু হয় কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর দুপুর ২ টা ৪৫ মিনিটে কোডিং প্রতিযোগিতা, দুপুর ৩ টার সময় কবিতা আবৃত্তি, ৩ টা ৩০ মিনিটে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট স্ট্যাটিসটিক্যাল সিস্টেমের  উপর পাবলিক স্পিকিং অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনলাইনে যুক্ত আলোচকবৃন্দ পরিসংখ্যানের তথ্যের বর্তমান ব্যবহার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি  ডাটা সাইন্স, মেসিং লার্নিং এর বিভিন্ন দিক ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এমবিএইচ/এসএস

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালন

নাঈম ইসলাম সংগ্রাম

আনন্দ শোভাযাত্রা।

‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট স্ট্যাটিসটিক্যাল সিস্টেম’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ পালিত হয়েছে। পরিসংখ্যান দিবসকে কেন্দ্র করে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র‌্যালি বের করে হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগ। সময় র‌্যালিটি হাবিপ্রবি’র ড. এম এ ওয়াজেদ ভবন থেকে শুরু করে বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এর সামনে গিয়ে শেষ হয়।

পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে অনলাইন ও অফলাইনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে পরিসংখ্যান বিভাগ এবং সকাল ১১ টা ৪০ মিনিটে পোস্টার প্রেজেন্টেশন হয়। এরপর পরিসংখ্যান বিভাগের ল্যাব এবং বিগত কার্যক্রমের উপর একটি প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়।

অতিথিবৃন্দ।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন হাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, সহযোগী অধ্যাপক ড. রাজিব দে এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন কমিটির সমন্বয়ক ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউল হাসান।

এছাড়াও ভার্চুয়াল টেকনিক্যাল সেশনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার।

দিবসের আলোচনা।

টেকনিক্যাল সেশনে ২ টা ১৫ মিনিটে শুরু হয় কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর দুপুর ২ টা ৪৫ মিনিটে কোডিং প্রতিযোগিতা, দুপুর ৩ টার সময় কবিতা আবৃত্তি, ৩ টা ৩০ মিনিটে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট স্ট্যাটিসটিক্যাল সিস্টেমের  উপর পাবলিক স্পিকিং অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনলাইনে যুক্ত আলোচকবৃন্দ পরিসংখ্যানের তথ্যের বর্তমান ব্যবহার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি  ডাটা সাইন্স, মেসিং লার্নিং এর বিভিন্ন দিক ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এমবিএইচ/এসএস