বশেমুরবিপ্রবি’র ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

ধর্ষণ চেষ্টার প্রতিবাদ ও শাস্তির দাবীতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন।

শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ ফেব্রুয়ারি দুপুর ১২.৩০টায় বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব-এর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সভাপতি ঈশিতা রায়, ইতিহাস বিভাগের সভাপতি মোছা. সানজীদা পারভীন, স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মাহবুব আলম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিরাজ সিকদার, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বি এম আশিকুর রহমান, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা বাবুল শিকদার প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম।

বক্তারা অবিলম্বে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টাকারী গোপালগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী আলমগীর হোসেনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।

উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব পুলিশ ও জেলা প্রশাসনকে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টাকারী আলমগীর হোসেনকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান।

গত ১০ ফেব্রুয়ারি ২০২৩ এ বিকেলে গোপালগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী আলমগীর হোসেন টিউশনি দেওয়ার আশ্বাসে গোপালগঞ্জ শহরের নবীনবাগে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এমবিএইচ/এসএস

বশেমুরবিপ্রবি’র ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

ধর্ষণ চেষ্টার প্রতিবাদ ও শাস্তির দাবীতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন।

শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ ফেব্রুয়ারি দুপুর ১২.৩০টায় বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব-এর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সভাপতি ঈশিতা রায়, ইতিহাস বিভাগের সভাপতি মোছা. সানজীদা পারভীন, স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মাহবুব আলম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিরাজ সিকদার, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বি এম আশিকুর রহমান, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা বাবুল শিকদার প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম।

বক্তারা অবিলম্বে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টাকারী গোপালগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী আলমগীর হোসেনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।

উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব পুলিশ ও জেলা প্রশাসনকে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টাকারী আলমগীর হোসেনকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান।

গত ১০ ফেব্রুয়ারি ২০২৩ এ বিকেলে গোপালগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী আলমগীর হোসেন টিউশনি দেওয়ার আশ্বাসে গোপালগঞ্জ শহরের নবীনবাগে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এমবিএইচ/এসএস