বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে শিক্ষার্থীদের : সেলিম আলতাফ জর্জ
আমরা ছিলাম মুক্তিযুদ্ধের প্রজন্ম, আর শিক্ষার্থীরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রজন্ম : ইবি উপাচার্য

উদ্বোধন করা হচ্ছে।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অবকাঠামো তৈরি করছেন তার ওপর দাঁড়িয়ে তোমাদেরকে উপরিকাঠামো তৈরির দায়িত্ব নিতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে তোমাদের। ৩০ লাখ শহিদের রক্তঋণ পরিশোধের ঐতিহাসিক দায়িত্ব তোমাদেরকেই পালন করতে হবে।
তিনি বলেন, গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি জাতীয় চার নেতাকে, স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদকে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক আগে থেকেই ক্রীড়া প্রতিযোগিতা হয়ে আসছে। এ ধরনের প্রতিযোগিতায় পারস্পরিক চেনাজানা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা সমৃদ্ধ হয়েছি । তোমাদের এই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকুক এই আশাবাদ ব্যক্ত করছি। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আন্তবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ তিনি এসব কথা বলেন।
বক্তব্য দিচ্ছেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ডিসেম্বর মাস বাঙালির গৌরবের, শৌর্যবীর্যের। এই মাসেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং আন্তবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা শুরু হলো। তিনি বলেন, ১৯৭১ সালে প্রতিযোগিতা ছিল হারাবার। সেই লড়াইয়ে অনেক রক্তক্ষরণ হয়েছিল। ক্রীড়া প্রতিযোগিতায় হারজিত থাকবেই, কিন্তু কোনো রক্তক্ষরণ যেন না হয়। হারকেও জয়ের মানসিকতা দিয়ে মেনে নিতে হবে। এটাই ক্রীড়াচর্চার মাহাত্ম্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ছিলাম মুক্তিযুদ্ধের প্রজন্ম, আর তোমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রজন্ম।
বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান। ১৪টি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের ১৪টি এবং ছাত্রীদের ৮টি টিম এ ভলিবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে । চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছাত্রদের প্রথম খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ২-০ সেটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়েছে।
আন্তবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২ গত ৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এবং ৬ ডিসেম্বর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এমবিএইচ/এসএস

বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে শিক্ষার্থীদের : সেলিম আলতাফ জর্জ
আমরা ছিলাম মুক্তিযুদ্ধের প্রজন্ম, আর শিক্ষার্থীরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রজন্ম : ইবি উপাচার্য

উদ্বোধন করা হচ্ছে।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অবকাঠামো তৈরি করছেন তার ওপর দাঁড়িয়ে তোমাদেরকে উপরিকাঠামো তৈরির দায়িত্ব নিতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে তোমাদের। ৩০ লাখ শহিদের রক্তঋণ পরিশোধের ঐতিহাসিক দায়িত্ব তোমাদেরকেই পালন করতে হবে।
তিনি বলেন, গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি জাতীয় চার নেতাকে, স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদকে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক আগে থেকেই ক্রীড়া প্রতিযোগিতা হয়ে আসছে। এ ধরনের প্রতিযোগিতায় পারস্পরিক চেনাজানা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা সমৃদ্ধ হয়েছি । তোমাদের এই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকুক এই আশাবাদ ব্যক্ত করছি। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আন্তবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ তিনি এসব কথা বলেন।
বক্তব্য দিচ্ছেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ডিসেম্বর মাস বাঙালির গৌরবের, শৌর্যবীর্যের। এই মাসেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং আন্তবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা শুরু হলো। তিনি বলেন, ১৯৭১ সালে প্রতিযোগিতা ছিল হারাবার। সেই লড়াইয়ে অনেক রক্তক্ষরণ হয়েছিল। ক্রীড়া প্রতিযোগিতায় হারজিত থাকবেই, কিন্তু কোনো রক্তক্ষরণ যেন না হয়। হারকেও জয়ের মানসিকতা দিয়ে মেনে নিতে হবে। এটাই ক্রীড়াচর্চার মাহাত্ম্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ছিলাম মুক্তিযুদ্ধের প্রজন্ম, আর তোমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রজন্ম।
বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান। ১৪টি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের ১৪টি এবং ছাত্রীদের ৮টি টিম এ ভলিবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে । চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছাত্রদের প্রথম খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ২-০ সেটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়েছে।
আন্তবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২ গত ৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এবং ৬ ডিসেম্বর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এমবিএইচ/এসএস