বাই সেমিস্টারের সিদ্ধান্ত মানবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো জানুয়ারি থেকে বাই সেমিস্টারের সিদ্ধান্ত মানবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। তিনি বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সৃষ্টিলগ্ন থেকে ট্রাই সেমিস্টারে চলে আসছে। পৃথিবীর অন্যান্য দেশেও চলছে। হঠাৎ করে ইউজিসি (বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন) আগামী বছর থেকে বাই সেমিস্টারের এমন নির্দেশনা দিয়েছে। তারা আমাদের সঙ্গে আলোচনাও করেনি। তাই আপাতত এই সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ জানাচ্ছি।

গতকাল সোমবার রাজধানীর বনানীতে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এমন সিদ্ধান্তের কথা জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

শেখ কবির হোসেন বলেন, ‘আমরা মনে করি যদি বাই সেমিস্টার ভালো হয় তবে তা আমরা অবশ্যই নেব। কিন্তু হঠাৎ করে পরিবর্তন মেনে নেওয়া যাবে না। একচেটিয়া একটি চিঠি পাঠিয়ে দিয়েছে ইউজিসি। এতে শিক্ষার্থীদের খরচ বাড়বে।’

তিনি বলেন, ‘দেশে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। করোনার সময় এই সেক্টরে যে ক্ষতি হয়েছে তা কাটতে শুরু করেছে। এমন সময় এমন হস্তক্ষেপ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অস্তিত্ব সংকটে ফেলবে। এই সময়ে এটা টেনে আনা স্যাবোটাজের মতো।’

শেখ কবির বলেন, ‘এ বিষয়ে আমরা ইউজিসিকে দু’বার চিঠি দিয়েছি। মন্ত্রণালয়কেও দিয়েছি। সম্প্রতি শিক্ষামন্ত্রী একজন সদস্যকে জিজ্ঞাসা করেছেন ট্রাই সেমিস্টারে সমস্যা কোথায়? এ বিষয়ে সেই সদস্য কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা আশা করছি যে ইউজিসি আমাদের কথা শুনবে। এ বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তীতে সমাধান হবে।’ বিদেশি স্টাডি সেন্টার দেশে হওয়া উচিত নয় বলে মনে করেন শেখ কবির। তিনি বলেন,‘আমাদের বিশ্ববিদ্যালয় নন-প্রফিটেবল, কিন্তু বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা হলে তা প্রফিটেবল। এক দেশে দুই নীতি চলতে পারে না। কিন্তু বিদেশি বিশ্ববিদ্যালয় শাখা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষক, অবকাঠামো থাকা উচিত।’

আগামী জানুয়ারির ১ তারিখ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাই সেমিস্টার চালুর সিদ্ধান্ত জানিয়েছে ইউজিসি।

বাই সেমিস্টারের সিদ্ধান্ত মানবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো জানুয়ারি থেকে বাই সেমিস্টারের সিদ্ধান্ত মানবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। তিনি বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সৃষ্টিলগ্ন থেকে ট্রাই সেমিস্টারে চলে আসছে। পৃথিবীর অন্যান্য দেশেও চলছে। হঠাৎ করে ইউজিসি (বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন) আগামী বছর থেকে বাই সেমিস্টারের এমন নির্দেশনা দিয়েছে। তারা আমাদের সঙ্গে আলোচনাও করেনি। তাই আপাতত এই সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ জানাচ্ছি।

গতকাল সোমবার রাজধানীর বনানীতে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এমন সিদ্ধান্তের কথা জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

শেখ কবির হোসেন বলেন, ‘আমরা মনে করি যদি বাই সেমিস্টার ভালো হয় তবে তা আমরা অবশ্যই নেব। কিন্তু হঠাৎ করে পরিবর্তন মেনে নেওয়া যাবে না। একচেটিয়া একটি চিঠি পাঠিয়ে দিয়েছে ইউজিসি। এতে শিক্ষার্থীদের খরচ বাড়বে।’

তিনি বলেন, ‘দেশে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। করোনার সময় এই সেক্টরে যে ক্ষতি হয়েছে তা কাটতে শুরু করেছে। এমন সময় এমন হস্তক্ষেপ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অস্তিত্ব সংকটে ফেলবে। এই সময়ে এটা টেনে আনা স্যাবোটাজের মতো।’

শেখ কবির বলেন, ‘এ বিষয়ে আমরা ইউজিসিকে দু’বার চিঠি দিয়েছি। মন্ত্রণালয়কেও দিয়েছি। সম্প্রতি শিক্ষামন্ত্রী একজন সদস্যকে জিজ্ঞাসা করেছেন ট্রাই সেমিস্টারে সমস্যা কোথায়? এ বিষয়ে সেই সদস্য কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা আশা করছি যে ইউজিসি আমাদের কথা শুনবে। এ বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তীতে সমাধান হবে।’ বিদেশি স্টাডি সেন্টার দেশে হওয়া উচিত নয় বলে মনে করেন শেখ কবির। তিনি বলেন,‘আমাদের বিশ্ববিদ্যালয় নন-প্রফিটেবল, কিন্তু বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা হলে তা প্রফিটেবল। এক দেশে দুই নীতি চলতে পারে না। কিন্তু বিদেশি বিশ্ববিদ্যালয় শাখা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষক, অবকাঠামো থাকা উচিত।’

আগামী জানুয়ারির ১ তারিখ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাই সেমিস্টার চালুর সিদ্ধান্ত জানিয়েছে ইউজিসি।