বাকৃবিতে কৃষিতে ন্যানো মেটেরিয়ালস বিষয়ে সেমিনার

সেমিনারে বক্তব্য দিচ্ছেন মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইদুর রহমান।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের আয়োজনে গতকাল বুধবার কৃষিতে অ্যাডভান্সড ন্যানো-মেটেরিয়ালস বিষয়ের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স হলে সকাল সাড়ে ১০টায় সেমিনারটি হয়।

সেমিনারে মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইদুর রহমান কৃষিতে অ্যাডভান্সড ন্যানো-মেটেরিয়াল (মেক্সিন) এর ব্যবহার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক দীন মোহাম্মদ দীনুর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদারের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক, কীটতত্ত্ব বিভাগের  অধ্যাপক ড. মাসুম আহমাদ।

যদিও বাংলাদেশে এখনো ন্যানো-মেটেরিয়াল (মেক্সিন) নিয়ে তেমন কোনো গবেষণা শুরু হয়নি, তবে সানওয়ে ইউনিভার্সিটির গবেষকদের সাথে যৌথভাবে বাকৃবি গবেষকগণের কাজ করার সুযোগ আছে বলে জানান বাকৃবি গবেষকগণ। বক্তারা মালয়েশিয়ায় উক্ত টেকনোলজি প্রয়োগ ও বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান।

সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এমবিএইচ/এসএস

বাকৃবিতে কৃষিতে ন্যানো মেটেরিয়ালস বিষয়ে সেমিনার

সেমিনারে বক্তব্য দিচ্ছেন মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইদুর রহমান।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের আয়োজনে গতকাল বুধবার কৃষিতে অ্যাডভান্সড ন্যানো-মেটেরিয়ালস বিষয়ের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স হলে সকাল সাড়ে ১০টায় সেমিনারটি হয়।

সেমিনারে মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইদুর রহমান কৃষিতে অ্যাডভান্সড ন্যানো-মেটেরিয়াল (মেক্সিন) এর ব্যবহার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক দীন মোহাম্মদ দীনুর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদারের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক, কীটতত্ত্ব বিভাগের  অধ্যাপক ড. মাসুম আহমাদ।

যদিও বাংলাদেশে এখনো ন্যানো-মেটেরিয়াল (মেক্সিন) নিয়ে তেমন কোনো গবেষণা শুরু হয়নি, তবে সানওয়ে ইউনিভার্সিটির গবেষকদের সাথে যৌথভাবে বাকৃবি গবেষকগণের কাজ করার সুযোগ আছে বলে জানান বাকৃবি গবেষকগণ। বক্তারা মালয়েশিয়ায় উক্ত টেকনোলজি প্রয়োগ ও বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান।

সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এমবিএইচ/এসএস