বিআইইউতে বিজয়ের মাস উদযাপন শুরু

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ) ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার যথাযথ আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় মাসের প্রথম দিনে প্রথম কর্মসূচি উদযাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া সকালে নিজ কার্যালয়ে প্রথমবারের মতো বাংলাদেশের মানচিত্র ও বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত টাই উন্মোচন করেন। এছাড়াও দ্বিতীয় কর্মসূচি হিসেবে উপাচার্য বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বিজয় দিবস ভলিবল খেলার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কাজী আখতার হোসেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আর্শেদ আলী মাতুব্বর, ইসলামিক স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. মানসুরুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সেন্টার ফর জেনারেল অ্যাডুকেশনের অধ্যাপক আবদুল হাই সিকদার, আইন বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রসুল, সেন্টার ফর জেনারেল অ্যাডুকেশনের সহকারী অধ্যাপক আমীরুল হক পারভেজ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস ডিরেক্টর কায়সার আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাদিক মোহাম্মদ ইয়াকুব প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া মহান স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলাদেশ থেকে বিতারণে যে মুক্তিযুদ্ধ শুরু হয়, সেটি বিজয়ের এ মাসের ১৬ তারিখে পূর্ণতা লাভ করে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে, কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করে চলেছেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ও শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজয় দিবসের টুর্নামেন্টে লাল, সবুজ, নীল ও আকাশী নামে চারটি টিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ মাঠে উপস্থিত ছিল।

এমবিএইচ/এসএস

বিআইইউতে বিজয়ের মাস উদযাপন শুরু

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ) ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার যথাযথ আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় মাসের প্রথম দিনে প্রথম কর্মসূচি উদযাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া সকালে নিজ কার্যালয়ে প্রথমবারের মতো বাংলাদেশের মানচিত্র ও বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত টাই উন্মোচন করেন। এছাড়াও দ্বিতীয় কর্মসূচি হিসেবে উপাচার্য বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বিজয় দিবস ভলিবল খেলার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কাজী আখতার হোসেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আর্শেদ আলী মাতুব্বর, ইসলামিক স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. মানসুরুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সেন্টার ফর জেনারেল অ্যাডুকেশনের অধ্যাপক আবদুল হাই সিকদার, আইন বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রসুল, সেন্টার ফর জেনারেল অ্যাডুকেশনের সহকারী অধ্যাপক আমীরুল হক পারভেজ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস ডিরেক্টর কায়সার আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাদিক মোহাম্মদ ইয়াকুব প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া মহান স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলাদেশ থেকে বিতারণে যে মুক্তিযুদ্ধ শুরু হয়, সেটি বিজয়ের এ মাসের ১৬ তারিখে পূর্ণতা লাভ করে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে, কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করে চলেছেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ও শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজয় দিবসের টুর্নামেন্টে লাল, সবুজ, নীল ও আকাশী নামে চারটি টিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ মাঠে উপস্থিত ছিল।

এমবিএইচ/এসএস