বিজ্ঞান পাঠশালার পাঠচক্রে চাঁদের ভিন্ন হাসি

প্রতিবেদক, দৈনিক বাংলা

বিজ্ঞান পাঠশালার পাঠচক্রে আলোচকসহ উপস্থিত অতিথিরা। শনিবার রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে। ছবি: দৈনিক বাংলা

সাহিত্যে চাঁদ কখনো ছেলে ভোলানো ছড়ায় হাজির হয়েছে, কখনোবা প্রেমের কবিতায়গল্পেউপন্যাসে কিংবা চিত্রকলায় নানাভাবে নানা উপমায় এসেছে। সংগীতেও চাঁদ এসেছে শত-সহস্রবার! চাঁদ নিয়ে গল্পকথা, পৌরাণিক কাহিনীরও অভাব নেই। সেই চাঁদই ভিন্ন আঙ্গিকে আলো ছড়াল বিজ্ঞান পাঠশালার পাঠচক্রে।

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে অবস্থিত বিজ্ঞান চেতনা পরিষদ কার্যালয়ে শনিবার বিকেলে বিজ্ঞান পাঠশালার আয়োজনে ‘চাঁদ নিয়ে যত কথা, যত বিভ্রান্তি’ শীর্ষক এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়ার সভাপতিত্বে পাঠচক্রের প্রধান আলোচক ছিলেন বিজ্ঞান লেখক মনোরঞ্জন দাস। সম্পূরক আলোচনায় অংশ নেন অধ্যাপক এম এ আজিজ মিয়ামোহাম্মদ আলীআমিরুল ইসলাম আমীর। পাঠচক্র সঞ্চালনা করেন বরুণ কুমার বিশ্বাস।

প্রধান আলোচক মনোরঞ্জন দাস চাঁদকেন্দ্রিক নানা মিথমিথোলজিবিশ্বাসভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি প্রচলিত নানা বিভ্রান্তি নিয়ে চমকপ্রদ তথ্য উপস্থাপন করেন। সেই সঙ্গে বিজ্ঞানের নানা তত্ত্বতথ্য ও উপাত্ত নির্ভর ব্যাখ্যা দিয়ে চাঁদ বিষয়ক প্রচলিত বিভ্রান্তিগুলো নাকচ করেন তিনি। পৃথিবীর একমাত্র উপগ্রহ এই চাঁদের উৎপত্তিএর পৃষ্ঠে অভিকর্ষ বলবিভিন্ন সময়ের চন্দ্রাভিযানের ইতিহাসকক্ষপথে আবর্তনজোয়ার-ভাটা কিংবা এর ব্যাসআয়তনদৃশমানতাচন্দ্রকথা কিংবা চন্দ্রাভিযান নিয়েও আলোচনা করেন তিনি।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. শরীফ উদ্দিন আহমেদহাসান তারেকসুমাইয়া বিনতে শওকতমিজানুর রহমানসুখেন্দু সূত্রধরউজ্জ্বল বিশ্বাসশতাব্দ দাস আকাশ প্রমুখ।

বিজ্ঞান পাঠশালার পাঠচক্রে চাঁদের ভিন্ন হাসি

প্রতিবেদক, দৈনিক বাংলা

বিজ্ঞান পাঠশালার পাঠচক্রে আলোচকসহ উপস্থিত অতিথিরা। শনিবার রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে। ছবি: দৈনিক বাংলা

সাহিত্যে চাঁদ কখনো ছেলে ভোলানো ছড়ায় হাজির হয়েছে, কখনোবা প্রেমের কবিতায়গল্পেউপন্যাসে কিংবা চিত্রকলায় নানাভাবে নানা উপমায় এসেছে। সংগীতেও চাঁদ এসেছে শত-সহস্রবার! চাঁদ নিয়ে গল্পকথা, পৌরাণিক কাহিনীরও অভাব নেই। সেই চাঁদই ভিন্ন আঙ্গিকে আলো ছড়াল বিজ্ঞান পাঠশালার পাঠচক্রে।

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে অবস্থিত বিজ্ঞান চেতনা পরিষদ কার্যালয়ে শনিবার বিকেলে বিজ্ঞান পাঠশালার আয়োজনে ‘চাঁদ নিয়ে যত কথা, যত বিভ্রান্তি’ শীর্ষক এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়ার সভাপতিত্বে পাঠচক্রের প্রধান আলোচক ছিলেন বিজ্ঞান লেখক মনোরঞ্জন দাস। সম্পূরক আলোচনায় অংশ নেন অধ্যাপক এম এ আজিজ মিয়ামোহাম্মদ আলীআমিরুল ইসলাম আমীর। পাঠচক্র সঞ্চালনা করেন বরুণ কুমার বিশ্বাস।

প্রধান আলোচক মনোরঞ্জন দাস চাঁদকেন্দ্রিক নানা মিথমিথোলজিবিশ্বাসভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি প্রচলিত নানা বিভ্রান্তি নিয়ে চমকপ্রদ তথ্য উপস্থাপন করেন। সেই সঙ্গে বিজ্ঞানের নানা তত্ত্বতথ্য ও উপাত্ত নির্ভর ব্যাখ্যা দিয়ে চাঁদ বিষয়ক প্রচলিত বিভ্রান্তিগুলো নাকচ করেন তিনি। পৃথিবীর একমাত্র উপগ্রহ এই চাঁদের উৎপত্তিএর পৃষ্ঠে অভিকর্ষ বলবিভিন্ন সময়ের চন্দ্রাভিযানের ইতিহাসকক্ষপথে আবর্তনজোয়ার-ভাটা কিংবা এর ব্যাসআয়তনদৃশমানতাচন্দ্রকথা কিংবা চন্দ্রাভিযান নিয়েও আলোচনা করেন তিনি।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. শরীফ উদ্দিন আহমেদহাসান তারেকসুমাইয়া বিনতে শওকতমিজানুর রহমানসুখেন্দু সূত্রধরউজ্জ্বল বিশ্বাসশতাব্দ দাস আকাশ প্রমুখ।