বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধা

শাহীন আলম

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এতে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এর আগে সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতির পক্ষ হতে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় ক্যাম্পাসে প্রত্যাবর্তনের পর দিনব্যাপী বিভিন্ন মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান পরিবেশিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

এদিকে বিকাল তিনটায় সংগীত বিভাগের তত্ত্বাবধায়নে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এছাড়া চারুকলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নিচতলায় গত ১৪ ডিসেম্বর শুরু হওয়া ‘আলোকচিত্র ডকুমেন্টেশন ও স্থাপনা প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত ছিল এবং প্রদশর্নীটি ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এমবিএইচ/এসএস

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধা

শাহীন আলম

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এতে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এর আগে সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতির পক্ষ হতে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় ক্যাম্পাসে প্রত্যাবর্তনের পর দিনব্যাপী বিভিন্ন মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান পরিবেশিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

এদিকে বিকাল তিনটায় সংগীত বিভাগের তত্ত্বাবধায়নে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এছাড়া চারুকলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নিচতলায় গত ১৪ ডিসেম্বর শুরু হওয়া ‘আলোকচিত্র ডকুমেন্টেশন ও স্থাপনা প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত ছিল এবং প্রদশর্নীটি ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এমবিএইচ/এসএস