বিডিইউকে দেশসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই: উপাচার্য

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)-এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন আগামী চার বছরের মধ্যে বিডিইউকে বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই। তার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেরা বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতিতে পরিচালিত হয় তা শীঘ্রই বিডিইউতে অন্তর্ভুক্ত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রোগ্রামের শিক্ষার্থীদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার কালচারাল নাইট এ প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য একথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, এ সময় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সামছুদ্দীন আহমেদ, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব)মো. আশরাফুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন শেষ করার পর যেন গর্ব করে বলতে পারে আমি বিডিইউ’র গ্রাজুয়েট, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।তার জন্য আমি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা জীবনে একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে সিজিপিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু চাকরির বাজার এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়া সিজিপিএ এর উপর নির্ভর করে না। এখানে নেতৃত্বের গুণাবলী, যোগাযোগ দক্ষতা, সমন্বয় সাধন দক্ষতা, স্মার্টলি কাজ করার দক্ষতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দক্ষতাসহ আরও অনেকগুলি দক্ষতার প্রয়োজন হয়। এই দক্ষতাগুলি তোমাদের অর্জন করতে হবে। এই দক্ষতাগুলি অর্জনে ইতোমধ্যে আমরা অনেকগুলো ক্লাব স্থাপন করার উদ্যোগ নিয়েছি। এই ক্লাবগুলির মাধ্যমে তোমরা তোমাদের তুলে ধরার অবারিত সুযোগ রয়েছে।

এমবিএইচ/এসএস

বিডিইউকে দেশসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই: উপাচার্য

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)-এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন আগামী চার বছরের মধ্যে বিডিইউকে বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই। তার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেরা বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতিতে পরিচালিত হয় তা শীঘ্রই বিডিইউতে অন্তর্ভুক্ত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রোগ্রামের শিক্ষার্থীদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার কালচারাল নাইট এ প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য একথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, এ সময় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সামছুদ্দীন আহমেদ, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব)মো. আশরাফুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন শেষ করার পর যেন গর্ব করে বলতে পারে আমি বিডিইউ’র গ্রাজুয়েট, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।তার জন্য আমি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা জীবনে একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে সিজিপিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু চাকরির বাজার এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়া সিজিপিএ এর উপর নির্ভর করে না। এখানে নেতৃত্বের গুণাবলী, যোগাযোগ দক্ষতা, সমন্বয় সাধন দক্ষতা, স্মার্টলি কাজ করার দক্ষতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দক্ষতাসহ আরও অনেকগুলি দক্ষতার প্রয়োজন হয়। এই দক্ষতাগুলি তোমাদের অর্জন করতে হবে। এই দক্ষতাগুলি অর্জনে ইতোমধ্যে আমরা অনেকগুলো ক্লাব স্থাপন করার উদ্যোগ নিয়েছি। এই ক্লাবগুলির মাধ্যমে তোমরা তোমাদের তুলে ধরার অবারিত সুযোগ রয়েছে।

এমবিএইচ/এসএস