বিনামূল্যে ঢাবিতে কাউন্সেলিং সেবা দেবে ১৬ প্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছবি: সমকাল

তরুণ সমাজের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আগামী বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘দ্য ইয়ুথ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং’ শীর্ষক কার্নিভাল অনুষ্ঠিত হবে। এতে বিনামূল্যে কাউন্সেলিং, ইয়োগা, মেডিটেশন, আর্ট থেরাপি, ক্লে থেরাপিসহ নানা সেবা প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট, আঁচল ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিটসহ ১৬টি প্রতিষ্ঠান।

এ ছাড়াও দিনব্যাপী কার্নিভালে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী, সাংবাদিক ও সেলিব্রিটিদের সঙ্গে কথোপকথনের সুবিধা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ও মানসিক স্বাস্থ্যকর্মী ফারজানা ওয়াহিদ সায়ান থাকবেন এবং সমাপনী অনুষ্ঠানে গাইবে মিউজিক ব্যান্ড জলের গান।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন ও আঁচল ফাউন্ডেশন যৌথভাবে এই কার্নিভালটির আয়োজন করছে। সহযোগী সংস্থা হিসাবে আছে বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সেলিং ও গাইডেন্স অফিস।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের শিক্ষক ও বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্কের চেয়ারপার্সন অধ্যাপক শাহিন ইসলাম বলেন, সুস্থ দেহে সুন্দর মন। তাই মনকে ভালো রাখতে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মনিরা রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাবির এডুকেশন সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহজাবিন হক, আঁচল ফাউন্ডেশনের রিসার্স এন্ড ডেভেলাপমেন্ট টিম লিড সৈয়দ সালমান হায়দার প্রমুখ।

বিনামূল্যে ঢাবিতে কাউন্সেলিং সেবা দেবে ১৬ প্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছবি: সমকাল

তরুণ সমাজের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আগামী বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘দ্য ইয়ুথ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং’ শীর্ষক কার্নিভাল অনুষ্ঠিত হবে। এতে বিনামূল্যে কাউন্সেলিং, ইয়োগা, মেডিটেশন, আর্ট থেরাপি, ক্লে থেরাপিসহ নানা সেবা প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট, আঁচল ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিটসহ ১৬টি প্রতিষ্ঠান।

এ ছাড়াও দিনব্যাপী কার্নিভালে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী, সাংবাদিক ও সেলিব্রিটিদের সঙ্গে কথোপকথনের সুবিধা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ও মানসিক স্বাস্থ্যকর্মী ফারজানা ওয়াহিদ সায়ান থাকবেন এবং সমাপনী অনুষ্ঠানে গাইবে মিউজিক ব্যান্ড জলের গান।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন ও আঁচল ফাউন্ডেশন যৌথভাবে এই কার্নিভালটির আয়োজন করছে। সহযোগী সংস্থা হিসাবে আছে বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সেলিং ও গাইডেন্স অফিস।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের শিক্ষক ও বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্কের চেয়ারপার্সন অধ্যাপক শাহিন ইসলাম বলেন, সুস্থ দেহে সুন্দর মন। তাই মনকে ভালো রাখতে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মনিরা রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাবির এডুকেশন সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহজাবিন হক, আঁচল ফাউন্ডেশনের রিসার্স এন্ড ডেভেলাপমেন্ট টিম লিড সৈয়দ সালমান হায়দার প্রমুখ।