বিশিষ্ট লেখক বেবী মওদুদকে মরণোত্তর ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ প্রদানের সিদ্ধান্ত

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

কার্জন হল।

বিশিষ্ট সাংবাদিক, লেখক, প্রাবন্ধিক, বঙ্গবন্ধু বিষয়ক গবেষক এবং সাবেক সংসদ সদস্য বেবী মওদুদকে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ (মরণোত্তর) প্রদান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি-এর উদ্যোগে প্রথমবারের মতো এই স্বর্ণপদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ ২৭ মার্চ সোমবার উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ মনোনয়ন কমিটির এক সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি’র সাবেক সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা এবং বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন।

‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ প্রদানের লক্ষ্যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ৯-সদস্য বিশিষ্ট একটি মনোনয়ন কমিটি গঠন করা হয়। গত ১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

প্রয়াত বেবী মওদুদ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে ১৯৭০ সালে অনার্স এবং ১৯৭১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন বাংলাদেশ নারী অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রাখেন। মুক্তিযোদ্ধাদের জন্য ওষুধপত্র সংগ্রহ, নির্যাতিত নারীদের আশ্রয় এবং বিদেশি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের প্রগতিশীল রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। গবেষণা গ্রন্থ, গল্প, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য, জীবনীগ্রন্থসহ সাহিত্যের নানা অঙ্গনে তিনি সফলভাবে বিচরণ করেন। বঙ্গবন্ধু’র ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক গ্রন্থসহ বিভিন্ন গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

বেবী মওদুদ ১৯৪৮ সালের ২৩ জুন জন্মগ্রহণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৪ সালের ২৫ জুলাই তিনি ইন্তেকাল করেন।

এমবিএইচ/এসএস

বিশিষ্ট লেখক বেবী মওদুদকে মরণোত্তর ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ প্রদানের সিদ্ধান্ত

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

কার্জন হল।

বিশিষ্ট সাংবাদিক, লেখক, প্রাবন্ধিক, বঙ্গবন্ধু বিষয়ক গবেষক এবং সাবেক সংসদ সদস্য বেবী মওদুদকে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ (মরণোত্তর) প্রদান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি-এর উদ্যোগে প্রথমবারের মতো এই স্বর্ণপদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ ২৭ মার্চ সোমবার উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ মনোনয়ন কমিটির এক সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি’র সাবেক সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা এবং বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন।

‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ প্রদানের লক্ষ্যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ৯-সদস্য বিশিষ্ট একটি মনোনয়ন কমিটি গঠন করা হয়। গত ১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

প্রয়াত বেবী মওদুদ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে ১৯৭০ সালে অনার্স এবং ১৯৭১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন বাংলাদেশ নারী অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রাখেন। মুক্তিযোদ্ধাদের জন্য ওষুধপত্র সংগ্রহ, নির্যাতিত নারীদের আশ্রয় এবং বিদেশি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের প্রগতিশীল রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। গবেষণা গ্রন্থ, গল্প, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য, জীবনীগ্রন্থসহ সাহিত্যের নানা অঙ্গনে তিনি সফলভাবে বিচরণ করেন। বঙ্গবন্ধু’র ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক গ্রন্থসহ বিভিন্ন গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

বেবী মওদুদ ১৯৪৮ সালের ২৩ জুন জন্মগ্রহণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৪ সালের ২৫ জুলাই তিনি ইন্তেকাল করেন।

এমবিএইচ/এসএস