বিশ্ববিদ্যালয়ের বাসে মাদক সেবন, চুয়েটের ৪ শিক্ষার্থী বহিষ্কার

পুরোনো ছবি

বিশ্ববিদ্যালয়ের বাসে মাদক সেবনের দায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রামের পুরোনো রেলস্টেশনে অবস্থানরত একটি  শিক্ষার্থী বাসে মাদক সেবনরত অবস্থায় ওই ৪ শিক্ষার্থীকে পাওয়া যায়। তারা চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এ সময় আংশিক মাদকদ্রব্যও জব্দ করা হয়। এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়।

স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব ও চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. মোহাম্মদ রেজাউল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন , গত মঙ্গলবার চুয়েট বাসে মাদকগ্রহণের অভিযোগে চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কেন তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না মর্মে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরে ৩০ ডিসেম্বরের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বহিষ্কৃত চার শিক্ষার্থী হলেন- মো. আমানত উল্লাহ,  ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব ও  আকিব জাবেদ আসিফ। তারা প্রত্যেকেই চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা গেছে, মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক তাদেরকে ১ বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদেরকে ১৪ ডিসেম্বর ২০২২ থেকে আগামী বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়।

আদেশে আরও বলা হয়, শিক্ষার্থীদের এসব আচরণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শৃঙ্খলাবিধির পরিপন্থি। এজন্য  তাঁদের বিরুদ্ধে আরও কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরে ৩০ ডিসেম্বরের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাসে মাদক সেবন, চুয়েটের ৪ শিক্ষার্থী বহিষ্কার

পুরোনো ছবি

বিশ্ববিদ্যালয়ের বাসে মাদক সেবনের দায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রামের পুরোনো রেলস্টেশনে অবস্থানরত একটি  শিক্ষার্থী বাসে মাদক সেবনরত অবস্থায় ওই ৪ শিক্ষার্থীকে পাওয়া যায়। তারা চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এ সময় আংশিক মাদকদ্রব্যও জব্দ করা হয়। এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়।

স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব ও চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. মোহাম্মদ রেজাউল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন , গত মঙ্গলবার চুয়েট বাসে মাদকগ্রহণের অভিযোগে চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কেন তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না মর্মে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরে ৩০ ডিসেম্বরের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বহিষ্কৃত চার শিক্ষার্থী হলেন- মো. আমানত উল্লাহ,  ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব ও  আকিব জাবেদ আসিফ। তারা প্রত্যেকেই চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা গেছে, মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক তাদেরকে ১ বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদেরকে ১৪ ডিসেম্বর ২০২২ থেকে আগামী বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়।

আদেশে আরও বলা হয়, শিক্ষার্থীদের এসব আচরণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শৃঙ্খলাবিধির পরিপন্থি। এজন্য  তাঁদের বিরুদ্ধে আরও কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরে ৩০ ডিসেম্বরের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।