বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগবে

নাইমুর রহমান ইমন

বাংলাদেশে বর্তমানে কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয়ভাবে সংযুক্ত বিশেষ বিশ্ববিদ্যালয়সহ মোট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৮।  জনপ্রিয় জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামি বলেছেন, ‘যেখানে আলো আছে সেখানে ছায়া থাকতে হবে…।’ সেভাবেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেমন ইতিবাচক দিক আছে তেমনি রয়েছে নেতিবাচক দিক।

সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশকে হত্যা করে ফেলে রাখা হয় শীতলক্ষ্যা নদীর ধারে। যে স্থানে ফারদিনের লাশ উদ্ধার করা হয়, সেখান থেকে বেশ কিছুটা দূরেই মাদক কেনাবেচার স্পট। সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ছাত্র বুলবুল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষকের প্রাইভেটকারের চাপায় গুরুতর আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিক্তা আক্তারকে হত্যা করে তার স্বামী।

নারী শিক্ষার্থীরা ঠিক কতটা নিরাপদভাবে পাড় করতে পারছেন তাদের বিশ্ববিদ্যালয় জীবন? গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের রাকিব আহমেদ নামের এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে ভাড়া পরিশোধ করতে না পারায় মালিক কর্তৃক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বাসস্থান মানুষের মৌলিক অধিকার । কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের সিট বাণিজ্য ও প্রশাসনের উদাসীনতা বিপদে ফেলে দিচ্ছে শিক্ষার্থীদের।  অনেক শিক্ষার্থী থাকার জন্য সিট পাচ্ছেন না। হলে হলে ঘুরেও ব্যর্থ হচ্ছেন, ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম। এসব সমস্যার বাইরেও রয়েছে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা ও দৌরাত্ম্য। এ সকল বিষয় নিয়ে বারবার কর্তৃপক্ষের কাছে জানানো হলেও এ যাবৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মা-বাবা, পরিবার থেকে দূরে থাকা তরুণ শিক্ষার্থীরা এমন সংকটপূর্ণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতেই পারে, ‘তাদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঠিক কতটা নিরাপদ?’

নাইমুর রহমান ইমন
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
২য় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগবে

নাইমুর রহমান ইমন

বাংলাদেশে বর্তমানে কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয়ভাবে সংযুক্ত বিশেষ বিশ্ববিদ্যালয়সহ মোট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৮।  জনপ্রিয় জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামি বলেছেন, ‘যেখানে আলো আছে সেখানে ছায়া থাকতে হবে…।’ সেভাবেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেমন ইতিবাচক দিক আছে তেমনি রয়েছে নেতিবাচক দিক।

সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশকে হত্যা করে ফেলে রাখা হয় শীতলক্ষ্যা নদীর ধারে। যে স্থানে ফারদিনের লাশ উদ্ধার করা হয়, সেখান থেকে বেশ কিছুটা দূরেই মাদক কেনাবেচার স্পট। সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ছাত্র বুলবুল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষকের প্রাইভেটকারের চাপায় গুরুতর আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিক্তা আক্তারকে হত্যা করে তার স্বামী।

নারী শিক্ষার্থীরা ঠিক কতটা নিরাপদভাবে পাড় করতে পারছেন তাদের বিশ্ববিদ্যালয় জীবন? গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের রাকিব আহমেদ নামের এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে ভাড়া পরিশোধ করতে না পারায় মালিক কর্তৃক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বাসস্থান মানুষের মৌলিক অধিকার । কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের সিট বাণিজ্য ও প্রশাসনের উদাসীনতা বিপদে ফেলে দিচ্ছে শিক্ষার্থীদের।  অনেক শিক্ষার্থী থাকার জন্য সিট পাচ্ছেন না। হলে হলে ঘুরেও ব্যর্থ হচ্ছেন, ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম। এসব সমস্যার বাইরেও রয়েছে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা ও দৌরাত্ম্য। এ সকল বিষয় নিয়ে বারবার কর্তৃপক্ষের কাছে জানানো হলেও এ যাবৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মা-বাবা, পরিবার থেকে দূরে থাকা তরুণ শিক্ষার্থীরা এমন সংকটপূর্ণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতেই পারে, ‘তাদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঠিক কতটা নিরাপদ?’

নাইমুর রহমান ইমন
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
২য় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়।