বিশ্বসেরা গবেষকের তালিকায় পাবিপ্রবির ৫৪ শিক্ষক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লেক।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন শিক্ষক। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক ২০২৩ সালের বিশ্বসেরা গবেষকদের প্রকাশিত একটি তালিকা থেকে এ তথ্য জানা যায়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চত্বর।

এ তালিকায় দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষকের তালিকা প্রকাশ করা হয়। এর আগের বছর ২০২১ সালে প্রকাশিত তালিকায় দেশের মোট এক হাজার ৭৮৮ জন গবেষক ছিলেন এবং ২০২২ সালে দুই হাজার ৭৭২ জনের মধ্যে পাবিপ্রবির ২৬ জন শিক্ষক স্থান পেয়েছিলেন। তবে এবার দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষকের মধ্যে পাবিপ্রবির ৫৪ জন শিক্ষক স্থান পেয়েছেন। যা গতবছরের তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে।

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স।

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গবেষক অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করা হয়।

এমবিএইচ/এসএস

বিশ্বসেরা গবেষকের তালিকায় পাবিপ্রবির ৫৪ শিক্ষক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লেক।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন শিক্ষক। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক ২০২৩ সালের বিশ্বসেরা গবেষকদের প্রকাশিত একটি তালিকা থেকে এ তথ্য জানা যায়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চত্বর।

এ তালিকায় দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষকের তালিকা প্রকাশ করা হয়। এর আগের বছর ২০২১ সালে প্রকাশিত তালিকায় দেশের মোট এক হাজার ৭৮৮ জন গবেষক ছিলেন এবং ২০২২ সালে দুই হাজার ৭৭২ জনের মধ্যে পাবিপ্রবির ২৬ জন শিক্ষক স্থান পেয়েছিলেন। তবে এবার দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষকের মধ্যে পাবিপ্রবির ৫৪ জন শিক্ষক স্থান পেয়েছেন। যা গতবছরের তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে।

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স।

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গবেষক অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করা হয়।

এমবিএইচ/এসএস