শহিদ বুদ্ধিজীবী দিবসে ইবিতে শ্রদ্ধা নিবেদন

ফরহাদ খাদেম

যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। স্মৃতিসৌধের বেদীতে গতকাল সকালে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একে একে বিভিন্ন সমিতি, হল, বিভাগ, ছাত্রসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

এরপর দিবসটি উপলক্ষে উপ-উপাচার্যের নেতৃত্বে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসন ভবন চত্বর থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন হল, বিভাগ, সমিতি, ছাত্রসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহকে স্ব-স্ব ব্যানারে অংশগ্রহণ করতে দেখা যায়।

এর আগে রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল এবং স্মৃতিসৌধে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

এমবিএইচ/এসএস

শহিদ বুদ্ধিজীবী দিবসে ইবিতে শ্রদ্ধা নিবেদন

ফরহাদ খাদেম

যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। স্মৃতিসৌধের বেদীতে গতকাল সকালে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একে একে বিভিন্ন সমিতি, হল, বিভাগ, ছাত্রসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

এরপর দিবসটি উপলক্ষে উপ-উপাচার্যের নেতৃত্বে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসন ভবন চত্বর থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন হল, বিভাগ, সমিতি, ছাত্রসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহকে স্ব-স্ব ব্যানারে অংশগ্রহণ করতে দেখা যায়।

এর আগে রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল এবং স্মৃতিসৌধে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

এমবিএইচ/এসএস