ব্যতিক্রম ইভেন্ট ‘নারীর হাসি’ বাস্তবায়ন করলো দিনাজপুর ভিবিডি

নাঈম ইসলাম সংগ্রাম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ: ভিবিডি-দিনাজপুর ডিস্ট্রিক্ট গতকাল এক ব্যতিক্রমী ইভেন্ট ‘নারীর হাসি’ আয়োজন করে।

এই প্রজেক্ট প্রথমত দিনাজপুর জেলার যারা শ্রমজীবী নারী, যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন, তাদের ফুল দেওয়া হয়, সেইসাথে তাদের এই দিনটায় তাদের একটি করে চিরকুট দেওয়া হয়, যা লাল ও সবুজ ফিতা দিয়ে মোড়ানো ছিল এবং কিছু সুন্দর কথা লেখা ছিল এবং পজিটিভ কিছু ম্যাসেজ দেওয়া ছিল।

ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ফুলের ডালে জড়ানো সামান্য পরিমাণ কিছু অর্থ প্রদান করা হয়। যা দিয়ে তারা নিজের মনমতো ভালো মন্দ কিছু খাবার হলেও কিনে খেতে পারবে। সংগঠনের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে। যা দেখে তাদের মুখের হাসি কম ছিলনা, এই হাসি হয়তো কখনোই কেউ কোনো কিছু দিয়ে কিনতে পারবেনা।

দ্বিতীয়ত দিনাজপুর জেলার যে সকল নারী সমাজের জন্য এবং নারীদের জন্য নিরলসভাবে কাজ কাজ করে যাচ্ছেন। তারমধ্য দিনাজপুরের ৩২২ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এম.পি, বাংলাদেশ রেলওয়ে, দিনাজপুর থানার এসআই জেসমিন, দিনাজপুর জজ কোর্টের অ্যাডভোকেট রেবেকা রানু এবং দিনাজপুর মহিলা সংস্থার তিনজন নারী কর্মকর্তাকে ফুল এবং চিরকুট দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রজেক্ট অফিসার সৈয়দা নিগার সুলতানা, হিউম্যান রিসোর্স অফিসার অভি চৌধুরী, পাবলিক রিলেশন্স অফিসার হাসিনুর রহমানসহ ভলান্টিয়ার ফর বাংলাদেশ দিনাজপুর জেলার কমিটির সদস্যরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক রাইজুল ইসলাম তানভীর বলেন,
আসুন নারী-পুরুষের ভেদাভেদ না করে সকলে মিলে এই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলি।

এমবিএইচ/এসএস

ব্যতিক্রম ইভেন্ট ‘নারীর হাসি’ বাস্তবায়ন করলো দিনাজপুর ভিবিডি

নাঈম ইসলাম সংগ্রাম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ: ভিবিডি-দিনাজপুর ডিস্ট্রিক্ট গতকাল এক ব্যতিক্রমী ইভেন্ট ‘নারীর হাসি’ আয়োজন করে।

এই প্রজেক্ট প্রথমত দিনাজপুর জেলার যারা শ্রমজীবী নারী, যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন, তাদের ফুল দেওয়া হয়, সেইসাথে তাদের এই দিনটায় তাদের একটি করে চিরকুট দেওয়া হয়, যা লাল ও সবুজ ফিতা দিয়ে মোড়ানো ছিল এবং কিছু সুন্দর কথা লেখা ছিল এবং পজিটিভ কিছু ম্যাসেজ দেওয়া ছিল।

ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ফুলের ডালে জড়ানো সামান্য পরিমাণ কিছু অর্থ প্রদান করা হয়। যা দিয়ে তারা নিজের মনমতো ভালো মন্দ কিছু খাবার হলেও কিনে খেতে পারবে। সংগঠনের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে। যা দেখে তাদের মুখের হাসি কম ছিলনা, এই হাসি হয়তো কখনোই কেউ কোনো কিছু দিয়ে কিনতে পারবেনা।

দ্বিতীয়ত দিনাজপুর জেলার যে সকল নারী সমাজের জন্য এবং নারীদের জন্য নিরলসভাবে কাজ কাজ করে যাচ্ছেন। তারমধ্য দিনাজপুরের ৩২২ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এম.পি, বাংলাদেশ রেলওয়ে, দিনাজপুর থানার এসআই জেসমিন, দিনাজপুর জজ কোর্টের অ্যাডভোকেট রেবেকা রানু এবং দিনাজপুর মহিলা সংস্থার তিনজন নারী কর্মকর্তাকে ফুল এবং চিরকুট দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রজেক্ট অফিসার সৈয়দা নিগার সুলতানা, হিউম্যান রিসোর্স অফিসার অভি চৌধুরী, পাবলিক রিলেশন্স অফিসার হাসিনুর রহমানসহ ভলান্টিয়ার ফর বাংলাদেশ দিনাজপুর জেলার কমিটির সদস্যরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক রাইজুল ইসলাম তানভীর বলেন,
আসুন নারী-পুরুষের ভেদাভেদ না করে সকলে মিলে এই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলি।

এমবিএইচ/এসএস