মাভাবিপ্রবিতে রোবো-টেক অলিম্পিয়াড

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

শিক্ষার্থীদের উদ্ভাবন দেখছেন অতিথিবৃন্দ।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ ও রোবো-টেক ভ্যালি’র যৌথ উদ্যোগে রোবো-টেক অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলায়মান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ ও বাংলাদেশ সরকারের এটুআই-এর প্রজেক্ট ডিরেক্টর ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের অধ্যাপক ও রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন এবং অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন অধ্যাপক ড. মো. আহসান হাবীব তারেক। অনুষ্ঠানে শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শিক্ষার্থীদের উদ্ভাবন দেখছেন অতিথিবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম শিবলী-এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, অতিথিবৃন্দ বলেন এধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পাবে। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের সময় নতুন নতুন কর্মক্ষেত্র উন্মোচিত হবে।মানবসম্পদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ও এগিয়ে রয়েছে।

রোবো-টেক অলিম্পিয়াড ২০২৩-এ রোবটের কয়েকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রোবো সকার, লাইন ফলোইং রোবট, প্রজেক্ট শোকেস, আইডিয়া প্রেজেন্টেশন, আইটি কুইজ, জব ফেয়ার ইত্যাদি।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মনির মোর্শেদ, অধ্যাপক ড. নার্গিস আক্তার, ড. মো. আবির হোসেন, সহকারী অধ্যাপক এস এম শামীম, বিকাশ কুমার পাল, মো. তানভির রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ ও রোবোটেক ভ্যালি আয়োজিত রোবটেক অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার এটুআই, টেকনিক্যাল পার্টনার আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, আইইবি টাঙ্গাইল সাব সেন্টার ও স্পন্সর খোলা বাজার।

রোবো-টেক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রায় ৭০টি বিশ্ববিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এমবিএইচ/এসএস

মাভাবিপ্রবিতে রোবো-টেক অলিম্পিয়াড

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

শিক্ষার্থীদের উদ্ভাবন দেখছেন অতিথিবৃন্দ।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ ও রোবো-টেক ভ্যালি’র যৌথ উদ্যোগে রোবো-টেক অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলায়মান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ ও বাংলাদেশ সরকারের এটুআই-এর প্রজেক্ট ডিরেক্টর ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের অধ্যাপক ও রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন এবং অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন অধ্যাপক ড. মো. আহসান হাবীব তারেক। অনুষ্ঠানে শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শিক্ষার্থীদের উদ্ভাবন দেখছেন অতিথিবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম শিবলী-এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, অতিথিবৃন্দ বলেন এধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পাবে। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের সময় নতুন নতুন কর্মক্ষেত্র উন্মোচিত হবে।মানবসম্পদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ও এগিয়ে রয়েছে।

রোবো-টেক অলিম্পিয়াড ২০২৩-এ রোবটের কয়েকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রোবো সকার, লাইন ফলোইং রোবট, প্রজেক্ট শোকেস, আইডিয়া প্রেজেন্টেশন, আইটি কুইজ, জব ফেয়ার ইত্যাদি।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মনির মোর্শেদ, অধ্যাপক ড. নার্গিস আক্তার, ড. মো. আবির হোসেন, সহকারী অধ্যাপক এস এম শামীম, বিকাশ কুমার পাল, মো. তানভির রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ ও রোবোটেক ভ্যালি আয়োজিত রোবটেক অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার এটুআই, টেকনিক্যাল পার্টনার আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, আইইবি টাঙ্গাইল সাব সেন্টার ও স্পন্সর খোলা বাজার।

রোবো-টেক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রায় ৭০টি বিশ্ববিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এমবিএইচ/এসএস