মায়ের চিকিৎসা থেকে বঞ্চিত বালকটি বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন শতশত মানুষকে
বেলাল হোসাইন বকুল
বক্তব্য দিচ্ছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
পাবনার জেলার চাটমোহর উপজেলার প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ আশরাফ জিন্দানী (রা.) এর পবিত্র ভূমির নাম সমাজ। এ গ্রাম হতে সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং জরুরি প্রয়োজনে রোগীদের রক্তদানের লক্ষ্যে ১৯ মার্চ ২০২১ সালে এক ঝাঁক তরুণদের সাথে নিয়ে ‘জিন্দানী ব্লাড ব্যাংক, সমাজ’ নামে একটি সামাজিক সংগঠন গড়ে ওঠে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. মো. মোতালেব হোসেন (এমবিবিএস) এবং প্রধান উদ্যোক্তা মো. জাকারিয়া। পরবর্তীতে সমাজ গ্রামের কৃতি সন্তান, প্রখ্যাত শিক্ষাবিদ মো. খাদেম আলী ও কাজী আরিফ মাস্টারের অর্থায়নে এবং আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাজ গ্রামে প্রথম ফ্রি ব্লাড গ্রুপিং এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। ধীরে ধীরে এ প্রতিষ্ঠানটি জনপ্রিয়তা লাভ করতে থাকে। পরবর্তীতে একঝাঁক উদ্যোমী তরুণ কঠোর ত্যাগ ও শ্রমের বিনিময়ে মার্চ ২০২৩ পর্যন্ত তারা ৯৭৩ জন মুমূর্ষু রোগীকে বিনামূল্যে রক্তদান করে আসছে। মোট ৪৫০ জনের অধিক রক্তদাতা রয়েছে যাঁরা নিয়মিত রক্তদান করে যাচ্ছেন।
ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে।
জিন্দানী ব্লাড ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও রক্তদাতাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডা. মোতালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এ সময়ে টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান বলেন, যেখানে সবাই আজ স্বার্থের সন্ধানে ছুটছে, সেখানে আপনাদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। আপনাদের সাথে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে, আমি সর্বদা চেষ্টা করবো আপনাদের পাশে থেকে এই মহৎ কাজের সঙ্গী হতে। সর্বশেষে রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মোহাম্মদ আশরাফুল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের উপদেষ্টা মো. খাদেম আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান নুরুন্নাহার বেগম মুক্তি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্যসচিব রাশেদুল ইসলাম হেলাল প্রমুখ।
সংগঠনের সদস্যবৃন্দ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. মোতালেব হোসেন বলেন, আমি খুব দরিদ্র ঘরের সন্তান। পঞ্চম শ্রেণির ছাত্র থাকাকালীন টাকার অভাবে মায়ের চিকিৎসা করাতে পারিনি। মাত্র ১০০ টাকা না থাকায় গ্রাম্য ডাক্তার আমার মা কে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সেদিন প্রতিজ্ঞা করেছি, যদি আল্লাহ আমাকে ডাক্তার হবার তৌফিক দেন, আমি এলাকার মানুষকে বিনামূল্যে সেবা প্রদান করব ইনশাআল্লাহ। আজ আমি একজন এমবিবিএস ডাক্তার, শ্রদ্ধাভাজন শিক্ষকগণ ও সিনিয়র বড় ভাইয়েরা আমাকে উৎসাহ জোগাচ্ছেন এবং স্নেহের ছোটভাইয়েরা প্রতিষ্ঠানের জন্য আপ্রাণ চেস্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে ব্যবসায়ী শরিফ ভাই, বন্ধু মাহাতাব, ফারুক, ছোট ভাই নাজমুল হক, ইঞ্জিনিয়ার আসাদুর রহমান, ইঞ্জিনিয়ার জিহাদ হাসান, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, বশেফমুবিপ্রবির অনলাইন নিউজ পোর্টাল শিক্ষা-শিক্ষাঙ্গন ডট কম ও মুহূর্ত নিউজের প্রতিনিধি বেলাল হোসাইন বকুল, জাকারিয়া, সুরুজ, ফরিদ, সবুজ্জল, সাকিব, নিবিড়, আসলাম, সোহাগ, কবি ইস্রাফিল ভাগ্নেসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। ইনশা আল্লাহ মানবতার কল্যাণে পরিচালিত আমাদের কার্যক্রম আরও বিস্তার লাভ করবে।
মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন শিক্ষা-শিক্ষাঙ্গন-এর প্রতিনিধি বেলাল হোসাইন বকুল।
প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রথমতো, জিন্দানী ডায়াগনস্টিক সেন্টার চালু করার মাধ্যমে এলাকার দরিদ্র মানুষদের ফ্রি মেডিকেল সেবার আওতায় আনা। মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে সচেতনতা তৈরি করা। দ্বিতীয়ত, দরিদ্র ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা। বয়স্ক দরিদ্র জনগোষ্ঠীর জন্য ‘জিন্দানী আপন নিবাস’ প্রতিষ্ঠা করে শেষ জীবনটা সুন্দর করতে চেস্টা করব।
এমবিএইচ/এসএস
মায়ের চিকিৎসা থেকে বঞ্চিত বালকটি বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন শতশত মানুষকে
বেলাল হোসাইন বকুল
বক্তব্য দিচ্ছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
পাবনার জেলার চাটমোহর উপজেলার প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ আশরাফ জিন্দানী (রা.) এর পবিত্র ভূমির নাম সমাজ। এ গ্রাম হতে সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং জরুরি প্রয়োজনে রোগীদের রক্তদানের লক্ষ্যে ১৯ মার্চ ২০২১ সালে এক ঝাঁক তরুণদের সাথে নিয়ে ‘জিন্দানী ব্লাড ব্যাংক, সমাজ’ নামে একটি সামাজিক সংগঠন গড়ে ওঠে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. মো. মোতালেব হোসেন (এমবিবিএস) এবং প্রধান উদ্যোক্তা মো. জাকারিয়া। পরবর্তীতে সমাজ গ্রামের কৃতি সন্তান, প্রখ্যাত শিক্ষাবিদ মো. খাদেম আলী ও কাজী আরিফ মাস্টারের অর্থায়নে এবং আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাজ গ্রামে প্রথম ফ্রি ব্লাড গ্রুপিং এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। ধীরে ধীরে এ প্রতিষ্ঠানটি জনপ্রিয়তা লাভ করতে থাকে। পরবর্তীতে একঝাঁক উদ্যোমী তরুণ কঠোর ত্যাগ ও শ্রমের বিনিময়ে মার্চ ২০২৩ পর্যন্ত তারা ৯৭৩ জন মুমূর্ষু রোগীকে বিনামূল্যে রক্তদান করে আসছে। মোট ৪৫০ জনের অধিক রক্তদাতা রয়েছে যাঁরা নিয়মিত রক্তদান করে যাচ্ছেন।
ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে।
জিন্দানী ব্লাড ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও রক্তদাতাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডা. মোতালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এ সময়ে টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান বলেন, যেখানে সবাই আজ স্বার্থের সন্ধানে ছুটছে, সেখানে আপনাদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। আপনাদের সাথে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে, আমি সর্বদা চেষ্টা করবো আপনাদের পাশে থেকে এই মহৎ কাজের সঙ্গী হতে। সর্বশেষে রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মোহাম্মদ আশরাফুল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের উপদেষ্টা মো. খাদেম আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান নুরুন্নাহার বেগম মুক্তি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্যসচিব রাশেদুল ইসলাম হেলাল প্রমুখ।
সংগঠনের সদস্যবৃন্দ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. মোতালেব হোসেন বলেন, আমি খুব দরিদ্র ঘরের সন্তান। পঞ্চম শ্রেণির ছাত্র থাকাকালীন টাকার অভাবে মায়ের চিকিৎসা করাতে পারিনি। মাত্র ১০০ টাকা না থাকায় গ্রাম্য ডাক্তার আমার মা কে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সেদিন প্রতিজ্ঞা করেছি, যদি আল্লাহ আমাকে ডাক্তার হবার তৌফিক দেন, আমি এলাকার মানুষকে বিনামূল্যে সেবা প্রদান করব ইনশাআল্লাহ। আজ আমি একজন এমবিবিএস ডাক্তার, শ্রদ্ধাভাজন শিক্ষকগণ ও সিনিয়র বড় ভাইয়েরা আমাকে উৎসাহ জোগাচ্ছেন এবং স্নেহের ছোটভাইয়েরা প্রতিষ্ঠানের জন্য আপ্রাণ চেস্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে ব্যবসায়ী শরিফ ভাই, বন্ধু মাহাতাব, ফারুক, ছোট ভাই নাজমুল হক, ইঞ্জিনিয়ার আসাদুর রহমান, ইঞ্জিনিয়ার জিহাদ হাসান, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, বশেফমুবিপ্রবির অনলাইন নিউজ পোর্টাল শিক্ষা-শিক্ষাঙ্গন ডট কম ও মুহূর্ত নিউজের প্রতিনিধি বেলাল হোসাইন বকুল, জাকারিয়া, সুরুজ, ফরিদ, সবুজ্জল, সাকিব, নিবিড়, আসলাম, সোহাগ, কবি ইস্রাফিল ভাগ্নেসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। ইনশা আল্লাহ মানবতার কল্যাণে পরিচালিত আমাদের কার্যক্রম আরও বিস্তার লাভ করবে।
মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন শিক্ষা-শিক্ষাঙ্গন-এর প্রতিনিধি বেলাল হোসাইন বকুল।
প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রথমতো, জিন্দানী ডায়াগনস্টিক সেন্টার চালু করার মাধ্যমে এলাকার দরিদ্র মানুষদের ফ্রি মেডিকেল সেবার আওতায় আনা। মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে সচেতনতা তৈরি করা। দ্বিতীয়ত, দরিদ্র ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা। বয়স্ক দরিদ্র জনগোষ্ঠীর জন্য ‘জিন্দানী আপন নিবাস’ প্রতিষ্ঠা করে শেষ জীবনটা সুন্দর করতে চেস্টা করব।
এমবিএইচ/এসএস