রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমেই মানুষের হৃদয়ে স্থান লাভ করেছেন: রবি উপাচার্য

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

জাতীয় পর্যায়ে নওগাঁর পতিসরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১৬২তম রবীন্দ্র জন্মোৎসব-এর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরে ট্রাস্টি মফিদুল হক। এছাড়াও নওগাঁর বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শাহ্ আজম বলেন, আমাদের এমন কোনো অনুভূতি ও উপলব্ধি নেই, যা রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টিকর্মের দ্বারা স্পর্শ করেননি। রবীন্দ্রনাথ তার সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান লাভ করেছন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকল দুর্যোগ ও দুঃসময়ে বন্ধু হিসেবে, অনুপ্রেরণা হিসেবে আবির্ভূত হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় রবীন্দ্র সংগীত বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, বিশেষ করে মানবপ্রেমের আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

ইবিহো/এসএস

রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমেই মানুষের হৃদয়ে স্থান লাভ করেছেন: রবি উপাচার্য

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

জাতীয় পর্যায়ে নওগাঁর পতিসরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১৬২তম রবীন্দ্র জন্মোৎসব-এর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরে ট্রাস্টি মফিদুল হক। এছাড়াও নওগাঁর বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শাহ্ আজম বলেন, আমাদের এমন কোনো অনুভূতি ও উপলব্ধি নেই, যা রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টিকর্মের দ্বারা স্পর্শ করেননি। রবীন্দ্রনাথ তার সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান লাভ করেছন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকল দুর্যোগ ও দুঃসময়ে বন্ধু হিসেবে, অনুপ্রেরণা হিসেবে আবির্ভূত হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় রবীন্দ্র সংগীত বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, বিশেষ করে মানবপ্রেমের আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

ইবিহো/এসএস