বিশ্ববিদ্যালয় মুখ্যত নির্মিত হয় মননে, গৌণত ভবনে: রবি উপাচার্য

বর্ষ পরিক্রমা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম। 

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে উদযাপিত হলো ‘বর্ষ পরিক্রমা’। বর্তমান উপাচার্যের দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার একাডেমিক ভবন ১-এর উন্মুক্ত চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপকড. মো. শাহ্ আজম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শুধু একজন উপাচার্য বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে পারেন না, সম্মিলিত প্রয়াসে তা সম্ভব হয়। আধুনিক শিক্ষার সাথে ভারসাম্য রাখার লক্ষ্যে আজ থেকে ‘ম্যানেজমেন্ট স্টাডিজ’ বিভাগের নাম পরিবর্তন করে শুধু ‘ম্যানেজমেন্ট’ করা হলো। বিশ্ববিদ্যালয় মুখ্যত নির্মিত হয় মননে, গৌণত ভবনে। পৃথিবীর অনেক খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস হয়। জননেত্রী শেখ হাসিনা ইন্টারনেটকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। সেই সুবিধা গ্রহণের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ অতিমারীকালে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল রেখেছিল। এখন স্বাভাবিক সময়েও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, একাডেমিক বিশৃঙ্খল অবস্থা থেকে উত্তরণে বর্তমান উপাচার্য যে কর্মকাণ্ড পরিচালনা করছেন, তা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সব বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এমবিএইচ/এসএস

বিশ্ববিদ্যালয় মুখ্যত নির্মিত হয় মননে, গৌণত ভবনে: রবি উপাচার্য

বর্ষ পরিক্রমা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম। 

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে উদযাপিত হলো ‘বর্ষ পরিক্রমা’। বর্তমান উপাচার্যের দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার একাডেমিক ভবন ১-এর উন্মুক্ত চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপকড. মো. শাহ্ আজম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শুধু একজন উপাচার্য বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে পারেন না, সম্মিলিত প্রয়াসে তা সম্ভব হয়। আধুনিক শিক্ষার সাথে ভারসাম্য রাখার লক্ষ্যে আজ থেকে ‘ম্যানেজমেন্ট স্টাডিজ’ বিভাগের নাম পরিবর্তন করে শুধু ‘ম্যানেজমেন্ট’ করা হলো। বিশ্ববিদ্যালয় মুখ্যত নির্মিত হয় মননে, গৌণত ভবনে। পৃথিবীর অনেক খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস হয়। জননেত্রী শেখ হাসিনা ইন্টারনেটকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। সেই সুবিধা গ্রহণের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ অতিমারীকালে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল রেখেছিল। এখন স্বাভাবিক সময়েও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, একাডেমিক বিশৃঙ্খল অবস্থা থেকে উত্তরণে বর্তমান উপাচার্য যে কর্মকাণ্ড পরিচালনা করছেন, তা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সব বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এমবিএইচ/এসএস