রাবি সায়েন্স ক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আল-মামুন আশিক

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে দুপুর ২টায় স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ক্লাবটির আয়োজনে প্রতিমাসে ‘বিজ্ঞান আড্ডার’ আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন সমসাময়িক বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা এবং স্কুল-কলেজে গিয়ে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান করা হয়। প্রতিবছর ক্লাবে সায়েন্স ফিয়েস্তা, বইমেলা, অলিম্পিয়াড, বিজ্ঞানমেলা, ডিএনএ দিবস, পাই দিবস, থ্যালাসেমিয়া দিবস ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিজ্ঞানের বিভিন্ন দিবস আয়োজন করা হয়।

এছাড়াও সংগঠনটি সফলতার সাথে ষষ্ঠবারের মতো ফিয়েস্তা এবং চতুর্থবারের মতো বইমেলা আয়োজন করতে যাচ্ছে।

২০১৫ সালের ১৭ জানুয়ারি বিজ্ঞানমনস্ক কিছু শিক্ষার্থী   বিজ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব মানুষের মাঝে তুলে ধরতে “রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব” প্রতিষ্ঠা করেছিল। ১৭ জানুয়ারি অনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও এর পরিকল্পনা ও প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছে।

আলোচনা সভায় রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের সভাপতি এ এফ এম রাশেদুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমবিএইচ/এসএস

রাবি সায়েন্স ক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আল-মামুন আশিক

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে দুপুর ২টায় স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ক্লাবটির আয়োজনে প্রতিমাসে ‘বিজ্ঞান আড্ডার’ আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন সমসাময়িক বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা এবং স্কুল-কলেজে গিয়ে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান করা হয়। প্রতিবছর ক্লাবে সায়েন্স ফিয়েস্তা, বইমেলা, অলিম্পিয়াড, বিজ্ঞানমেলা, ডিএনএ দিবস, পাই দিবস, থ্যালাসেমিয়া দিবস ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিজ্ঞানের বিভিন্ন দিবস আয়োজন করা হয়।

এছাড়াও সংগঠনটি সফলতার সাথে ষষ্ঠবারের মতো ফিয়েস্তা এবং চতুর্থবারের মতো বইমেলা আয়োজন করতে যাচ্ছে।

২০১৫ সালের ১৭ জানুয়ারি বিজ্ঞানমনস্ক কিছু শিক্ষার্থী   বিজ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব মানুষের মাঝে তুলে ধরতে “রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব” প্রতিষ্ঠা করেছিল। ১৭ জানুয়ারি অনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও এর পরিকল্পনা ও প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছে।

আলোচনা সভায় রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের সভাপতি এ এফ এম রাশেদুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমবিএইচ/এসএস